May 2, 2024
আন্তর্জাতিক

ইসরায়েলের পারমাণবিক অস্ত্র ধ্বংসের পক্ষে জাতিসংঘের ১৫২ দেশ, বিপক্ষে ৫

ইসরায়েলের পারমাণবিক অস্ত্র ধ্বংসের পক্ষে ভোট দিয়েছে জাতিসংঘের ১৫২টি দেশ। আর এর বিপক্ষে ছিল পাঁচটি দেশ।

শুক্রবার ( ২৮ অক্টোবর) জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে ‘মধ্যপ্রাচ্যে পারমাণবিক বিস্তারের ঝুঁকি’ শিরোনামে একটি  বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়। সেখানেই ইসরায়েলের পারমাণবিক অস্ত্র ধ্বংসের বিষয়ে ভোটাভুটি হয়।

 

নিউইয়র্কে জাতিসংঘে সাধারণ পরিষদে মধ্যপ্রাচ্যে পারমাণবিক বিস্তারের ঝুঁকি নিয়ে আলোচনার জন্য মিশর বার্ষিক প্রস্তাব জমা দেয়।   এতে ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং বাহরাইন, জর্ডান, মরক্কো এবং সংযুক্ত আরব আমিরাতসহ ১৯টি দেশ দ্বারা সমর্থন দেয়।

জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম কমিটির প্রাথমিক ভোটে ১৫২টি দেশ বলেছে, ইসরায়েলকে অবশ্যই তার সমস্ত পারমাণবিক অস্ত্র ধ্বংসঃ করতে হবে এবং তার পারমাণবিক সাইটগুলোকে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার আওতায় রাখতে হবে।

তবে এই প্রস্তাবের বিরোধিতা করেছে পাঁচটি দেশ। দেশগুলো হল- কানাডা, ইসরায়েল, মাইক্রোনেশিয়া, পালাউ এবং মার্কিন যুক্তরাষ্ট্র। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের সদস্যসহ আরও ২৪টি দেশ ভোটদানে বিরত ছিল।

ধারণা করা হয়, বিশ্বের পারমাণবিক অস্ত্রের অধিকারী মাত্র নয়টি দেশের মধ্যে একটি হলো ইসরায়েল। তবে দেশটি কখনোই এ ধরনের অস্ত্র থাকার কথা স্বীকার করেনি।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *