‘ইউ ক্যাবল টিভি নেটওয়ার্ক’ এর নতুন কার্যকরী কমিটি গঠন
খুলনার শীর্ষ স্থানীয় স্যাটেলাইট টেলিভিশন ক্যাবল লাইন ‘ইউ ক্যাবল টিভি নেটওয়ার্ক’ এর নতুন কার্যকরী কমিটি গঠন ও নতুন কার্যালয়ের কার্যক্রম শুরু হয়েছে। গতকাল ররিবার সন্ধ্যা ৭টায় নগরীর শীববাড়ী মোড়স্থ অফিসের উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র শেখ জালালউদ্দীন রুবেল। এসময় দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অফিস উদ্বোধনের পরে প্রধান অতিথি ইউ ক্যাবল টিভি নিটওয়ার্কের সফলতা কামনা করেন। এবং নতুন নির্বাচিত পরিচালনা কমিটির নাম ঘোষণা করেন। ইউ ক্যাবল টিভি নিটওয়ার্কের নতুন নির্বাহী প্রধান মেল্লা মোস্তাফিজুর রহমান মিলন, প্রশাসনিক পরিচালক মো: ফয়েজুল ইসলাম টিটো, কাররিগরি পরিচালক মো: রুহুল আমীন, অর্থ পরিচালক মো: আরিফ আজাদ সজিব, এবং মো: ওয়াজেদ আলম, মো: সিদ্দিকুর রহমান, শেখ আজিজুল ইসলাম, মো: গিয়াস উদ্দীন, মো: ইসহাক হোসেন নতুন কার্যকরী কমিটির পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।