ইউটিউবে ঝড় তুলেছে খুলনার ইমনের ‘মায়াবী বেঈমান’
দক্ষিণাঞ্চল ডেস্ক
ইউটিউবে জনপ্রিয় হয়ে উঠেছে মিউজিক ভিডিও ‘মায়াবী বেঈমান’। খুলনার তরুন কণ্ঠশিল্পি আলাদ্দিন খান ইমনের সুর ও কণ্ঠে গাওয়া গানটি ভিন্ন স্বাদ দিচ্ছে দর্শকদের। এপর্যন্ত ইউটিউবে গানটির ভিউ ছাড়িয়েছে দুই লাখ ছাপ্পান্ন হাজার। খুলনার বিভিন্ন লোকেশনে মিউজিক ভিডিওটির ভিডিও ধারণ করা হয়েছে। এটি নির্মাণ করেছেন খুলনার তরুণ ইউটিউবার তানভির আহমেদ পরশ। খুলনার রূপসা ব্রীজ, ৬নং ভৈরব ঘাট, ময়ূরী আবাসিক এলাকা, বয়রা, খালিশপুরসহ বেশ কয়েকটি লোকেশনের এর ভিডিও ধারণ করা হয়েছে। ‘তুই এত নিঠুর নারে প্রিয়া এত নিঠুর না’ গানটি লেখার পাশাপাশি সুর ও কণ্ঠ দিয়েছে গোবরচাকা মধ্যপাড়ার তরুণ
কণ্ঠ শিল্পী ইমন। খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে জনপ্রিয় হয়েঠেছে এই শিল্পী। প্রতিদিন ইউটিউবে হাজারো দর্শক সারা ফেলে দিয়েছে তার গাওয়া গানের ভিডিওটিতে। গরীবের ঘরে জন্ম নেওয়া ইমনের দু’চোখে গায়ক হবার স্বপ্ন। ছোট বেলায় তারা বাবা আলী হোসেন মারা যান। তার মা ছাড়াও আরও বড় দুই ভাই ও বড় দুই বোন রয়েছে। ধ্রুব মিউজিক অডিশনে প্রাথমিক বাছাই পর্বে উত্তির্ন হয়েছেন ইমন।
ছোট বেলা থেকেই গানের প্রতি আগ্রহ ও ভালবাসা থেকেই নিয়মিত গান লেখা ও সুর দিতে ভালবাসেন ইমন। তিনি জানান, সকলের সহযোগীতা ও ভালাবাসা পেলে বড় শিল্পী হতে পারবেন। এপর্যন্ত বেশ কিছু গান নিজেই লেখেছেন। সেই গানগুলোতে সুর ও কণ্ঠ দিয়ে সবার সামনে উপস্থাপন করতে চান। এজন্য তিনি সকলের সহযোগীতা কামনা করেন। নিচে অভিমানী বেঈমান মিউজিক ভিডিও’র ইউটিউব লিংক দেওয়া হলো: https://www.youtube.com/watch?v=X_-ZkrCOf6Q
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ