ইউক্রেইনের ক্ষেত্রে রাশিয়ার ‘পিছু হটার কোনো সুযোগ নেই’: পুতিন
ইউক্রেইনকে ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলা অচলাবস্থায় রাশিয়ার পিছু হটার কোনো সুযোগ নেই এবং পশ্চিমারা তাদের ‘আক্রমণাত্মক লাইন’ ত্যাগ না করলে মস্কো কঠোর প্রতিক্রিয়া দেখাতে বাধ্য হতে পারে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
মঙ্গলবার রাশিয়ার সামরিক কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে পুতিন এসব মন্তব্য করেন, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
“যুক্তরাষ্ট্র আমাদের দোড়গোড়ায় ইউক্রেইনে কী করছে? আর তাদের বোঝা উচিত আমাদের আর পিছু হটার কোনো জায়গা নেই। তারা কী ভেবেছে আমরা শুধু অলসের মতো তাকিয়ে তাকিয়ে দেখব?” বলেছেন পুতিন।
“আমাদের পশ্চিমা সহকর্মীদের আক্রমণাত্মক লাইন অব্যাহত থাকলে আমরা উপযুক্ত সামরিক-প্রাযুক্তিক প্রতিক্রিয়ার ব্যবস্থা নেবো এবং অবন্ধুসুলভ পদক্ষেপের জন্য কঠোর প্রতিক্রিয়া দেখাবো।”
কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে তার বিস্তারিত ব্যাখ্যা না দিলেও তার বক্তব্যে এর আগে রাশিয়ার সহকারী পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিবকোফের করা মন্তব্য প্রতিফলিত হয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
রিবকোফ বলেছিলেন, নেটোর একই ধরনের পরিকল্পনার প্রতিক্রিয়ায় রাশিয়া ফের ইউরোপে মধ্যবর্তী-পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে পারে।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও নেটোর কাছে বেশ কিছু দাবিদাওয়া পেশ করে রাশিয়া, এখন তাদের প্রস্তাবের দ্রুত জবাব দেওয়ার জন্য পশ্চিমকে চাপ দিচ্ছে দেশটি।
তারা পূর্ব ইউরোপের দেশগুলোতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন নোটো সামরিক জোটের তৎপরতা কঠোরভাবে সীমিত করার দাবি জানিয়েছে। ইউক্রেইনকে কখনোই নেটোর সদস্যপদ দেওয়া হবে না, তার নিশ্চয়তাও চেয়েছে।
সীমান্তে লাখো সেনা নাগালে রাখার মাধ্যমে রাশিয়া খুব দ্রুতই ইউক্রেইনে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে, ইউক্রেইন ও যুক্তরাষ্ট্রের এমন অভিযোগ অস্বীকার করেছে দেশটি।
ইউক্রেইন আক্রমণের কোনো পরিকল্পনা করা হচ্ছে না জানিয়ে যুক্তরাষ্ট্রকে দ্রুত আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছে মস্কো।