আশুলিয়ায় কাভার্ডভ্যান চাপায় শ্রমিকের মৃত্যু
দক্ষিণাঞ্চল ডেস্ক
সাভারের আশুলিয়ায় একটি কারখানায় কাভার্ডভ্যান চাপায় রসুল (৪০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে আশুলিয়ার গৌরিপুর বি-বাংলায় ‘ম্যাকসন্স স্পিনিং মিল’ নামে একটি কারখানায় এ ঘটনা ঘটে। নিহত রসুল কুড়িগ্রাম জেলার উলিপুর থানার আব্দুল মজিদ খন্দকারের ছেলে। তিনি কারখানাটির লোডার হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।
কারখানাটির শ্রমিকরা জানান, প্রতিদিনের মতো শুক্রবার সকালেও কারখানায় ট্রাক থেকে মালামাল নামানোর কাজ করছিলেন রসুল। এ সময় কারখানাটির একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং অভিযুক্ত চালককে আটক করা হয়েছে।