May 1, 2024
আঞ্চলিক

আশুরা উপলক্ষে কেএমপি’র বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ

দ: প্রতিবেদক

পবিত্র আশুরা (১০ মহররম) উদযাপনের লক্ষ্যে পটকা, আতশবাঁজি, চকলেট বোমা নিষিদ্ধসহ বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। গতকাল সোমবার কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড পিআর) শেখ মনিরুজ্জামান মিঠু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তিনি জানান, ‘পবিত্র আশুরা উদযাপনের উপলক্ষে পটকা, আতশবাজি, চকলেট বোমা বা অনুরূপ দ্রব্যাদি ফুঁটিয়ে আতংক সৃষ্টি করা এবং অনুরূপ দ্রব্যাদি বিক্রয়, মজুদ ও বহন কএমপি অর্ডিন্যান্স -১৯৮৫ এর ২৯(১)(ক)(খ) এবং বিস্ফোরক দ্রব্য আইন-১৮৮৪ অনুসারে দন্ডনীয় অপরাধ। একই সাথে ফৌজদারী কার্যবিধি-১৮৯৮ এবং দন্ডবিধি ১৮৬০ অনুযায়ী গণ-উপদ্রব এবং দন্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত এবং ধর্মীয় কার্যকলাপে বাঁধা প্রদানের সামিল।’

এরূপ পরিস্থিতিতে উপরোক্ত আইন বিরোধী কার্যকলাপ থেকে বিরত থেকে যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র আশুরা এর কার কার্যকলাপ সম্পাদনের জন্য নগরবাসীকে অনুরোধ করা হলো। অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *