April 27, 2024
আঞ্চলিকলেটেস্ট

আলীম জুট মিলের শ্রমিকদের পাওনার দাবীতে পরিবার নিয়ে মানববন্ধন

খানজাহান আলী থানা প্রতিনিধি
খুলনার আটরা শিল্পাঞ্চলের রাষ্ট্রায়ত্ব আলীম জুট মিলের অবসায়ন, অবসরকৃত ও বদলী শ্রমিক-কর্মচারীদের বকেয়া সকল পাওনা পরিশোধের দাবীতে খানজাহান আলী থানা জাতীয় শ্রমিক ফেডারেশনের উদ্যোগে পূর্বঘোষিত আন্দোলন কর্মসূচির অংশহিসাবে মঙ্গলবার সকাল ১১টায় খুলনা যশোর মহাসড়কে শ্রমিক পরিবারের সদস্যদের নিয়ে রাজপথে মানববন্ধন কর্মসূচি পালন করে। ঘণ্টাব্যাপী মানববন্ধনে শ্রমিকদের স্ত্রী, সন্তান এমনকি শিশু সন্তানসহ পরিবার পরিজন নিয়ে মিলের প্রধান ফটকের সামনে খুলনা যশোর মহাসড়কের দুই পাশে দাঁড়িয়ে মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধনে অংশ নেওয়া শিশুরা বিভিন্ন রং-বেরংয়ের কাগজে প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করে তাদের পিতার টাকা পরিশোধের দাবীর বিভিন্ন আবেগের কথা লিখে তুলে ধরেন। এ সময় বক্তারা প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী সহ সংশ্লিষ্ট দপ্তরে দৃষ্টি আকর্ষন করে বলেন শ্রমিকদের প্রতি বৈষম্য দূর করে অবিলম্বে পাওনা পরিশোধ করে শ্রমিক পরিবারকে বাচাঁন। শ্রমিকরা তাদের পাওনার দাবীতে আর রাজপথে থাকতে চায়না তারা নিজের পাওনা নিয়ে ঘরে ফিরে যেতে চায়।
খানজাহান আলী থানা জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি সরদার আমিরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তৃতা করেন জাতীয় শ্রমিক ফেডারেশন থানা কমিটির যুগ্ম আহবায়ক জাকির সরদার, ইউপি সদস্য এস এম বখতিয়ার পারভেজ, ইউপি সদস্য খোকন কুমার নন্দী, মিলের সাবেক সাধারণ সম্পাদক আঃ রশিদ, শ্রমিক নেতা আনেয়ার হোসেন, আঃ রউফ মোড়ল, ফেডারেশনের নেতা বাবুল রেজা, মোঃ ইকবাল হোসেন, জাহাঙ্গীর মীর, আমিরুল, কামরুজ্জামান, হাসান আলী, তুহিন প্রমুখ নেতৃবৃন্দ। পূর্ব ঘোষিত কর্মসুচির অংশ হিসাবে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় আলীম জুট মিলের প্রধান গেট চত্ত্বরে প্রতিকী গণঅনশন কর্মসুচি পালনের সিদ্ধান্ত রয়েছে।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *