January 19, 2025
আঞ্চলিকলেটেস্ট

আলিম জুট মিলের শ্রমিকদের পাওনা পরিশোধের দাবিতে লাল পতাকা মিছিল

ফুলবাড়ীগেট প্রতিনিধি
পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জাতীয় শ্রমিক ফেডারেশন আহবানে রাষ্ট্রায়ত্ত আলিম জুট মিলের শ্রমিকদের সকল পাওনা পরিশোধের দাবিতে লাল পতাকা পতাকা মিছিল অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ১১টায় জাতীয় শ্রমিক ফেডারেশন খানজাহান আলী থানা সভাপতি মোঃ আমিরুল সরদার এর নেতৃত্বে এক লাল পতাকা মিছিল আটরা শিল্পাঞ্চল এলাকায় খুলনা যশোর মহাসড়কে অনুষ্ঠিত হয়।
মিছিলটি আলিম জুট মিলের ১নং গেট চত্বর থেকে শুরু করে খুলনা- যশোর মহাসড়ক হয়ে আফিল গেট বাইপাস মোড় প্রদক্ষিণ শেষে ইস্টার্ন জুট মিলের ১নং গেটের সামনে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়। এসময় প্রায় পৌনে ১ ঘন্টা খুলনা-যশোর মহাসড়কের যানচলাচল বন্ধ হয়ে যায়।
ইস্টার্ণগেটের সামনে সংক্ষিপ্ত বক্তৃতা করেন শ্রমিক ফেডারেশন খানজাহান আলী থানা কমিটির সভাপতি ও আন্দোলন কমিটির আহ্বায়ক মোঃ আমিরুল সরদার, ওয়ার্কাস পার্টি ফুলতলা থানা সম্পাদক মোঃ আব্দুল মজিদ মোল্লা, ইস্টার্ন জুট মিলের সিবিএ সভাপতি মোঃ আলাউদ্দিন মিয়া, ইস্টার্ণ জুট মিলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ গাজী, আলিম জুট মিলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশিদ, সাবেক সহ-সভাপতি মোঃ ইকবাল, ইউপি মেম্বার মোঃ বক্তিয়ার পারভেজ প্রমুখ।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *