November 24, 2024
খেলাধুলা

আর্জেন্টিনাকে বিদায় করে ফাইনালে কলম্বিয়া

কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেলো আর্জেন্টিনার মেয়েদের। কলম্বিয়ার কাছে ১-০ ব্যবধানে হেরে সেমিফাইনাল থেকেই ছিটকে পড়লো তারা।

প্রথম পর্বে গ্রুপ ‘বি’তে ব্রাজিলের পেছনে দ্বিতীয় স্থানে থেকে সেমিফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। অন্যদিকে গ্রুপ ‘এ’তে সব ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ চার নিশ্চিত করেছিল স্বাগতিক কলম্বিয়া।

বর্তমান ফিফা র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান ৩৫তম স্থানে আর কলম্বিয়ার ২৮ নম্বরে। মাঠের খেলায়ও স্পষ্ট পার্থক্য ধরা পড়লো। এস্তাদিও আলফনসো লোপেজে শুরু থেকেই দাপটের সঙ্গে খেলেছে কলম্বিয়া।

তবে প্রথমার্ধে তাদের আটকে রাখে আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে আর গোল বাঁচাতে পারেনি আর্জেন্টাইন মেয়েরা। ম্যাচের ৬৩ মিনিটে গোল করেন কলম্বিয়ার লিন্দা লিজেথ। ওই গোলেই শেষ হয়ে গেছে আর্জেন্টিনার স্বপ্ন।

গোল হজমের পর ম্যাচে ফিরতে মরিয়া আর্জেন্টাইনরা ৭৩ মিনিটে দশজনের দলে পরিণত হয়। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন দলটির মিডফিল্ডার গ্যাব্রিয়েলা শ্যাভেজকে। তবে কলম্বিয়া আর ব্যবধান বাড়াতে পারেনি।

ফাইনালে কলম্বিয়ার প্রতিপক্ষ হবে ব্রাজিল অথবা প্যারাগুয়ে। ২৭ জুলাই বাংলাদেশ সময় ভোর ৬টায় সেমিফাইনালে প্যারাগুয়ের মুখোমুখি হবে সাতবারের কোপা আমেরিকা ফেমেনিনা চ্যাম্পিয়ন ব্রাজিল।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *