আরও ১২৫১ করোনা রোগী শনাক্ত, মৃত্যু ২১ জনের
দেশে গত একদিনে অর্থাৎ শেষ ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছেন ১২৫১ জন। নতুন করে মৃত্যু হয়েছে ২১ জনের। সুস্থ হয়েছেন ৪০৮ জন। এ নিয়ে মোট মৃত্যু ৩৭০। মোট আক্রান্ত শনাক্ত ২৫ হাজার ১২১ জন। মোট সুস্থ হয়েছেন চার হাজার ৯৯৩ জন।
মঙ্গলবার (১৯ মে) দুপুর আড়াইটার দিকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে নয় হাজার ৯১টি। নমুনা পরীক্ষা করা হয়েছে আট হাজার ৪৪৯ জন। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে এক লাখ ৯৩ হাজার ৬৪৫টি।
ডা. নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন, তাদের মধ্যে ঢাকা বিভাগের ১৪ জন। চট্টগ্রাম বিভাগের চারজন এবং ময়মনসিংহ, বরিশাল ও খুলনা বিভাগের আছেন একজন করে।
করোনা ভাইরাস বিস্তার রোধে সবাইকে বিশ্ব স্বাস্থ্য সংস্থ্যা (ডাব্লিউএইচও) স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট দিকনির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।