April 19, 2024
টেকনোলজি

আরও কম দামে টুইটার কিনতে চাচ্ছেন মাস্ক

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার কিনে নেওয়ার কথা জানিয়ে পরে আবার চুক্তি স্থগিত করেন বিশ্বের শীর্ষ ধনকুবের ও ইলেকট্রিক গাড়ি নির্মাতা ও প্রযুক্তি প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। আর এখন জানা যাচ্ছে, আরও কম দামে টুইটার কিনতে চাচ্ছেন মাস্ক।  

এতদিন জানা গিয়েছিল চার হাজার চারশো কোটি ডলারের বিনিময়ে মাস্ক টুইটার কিনে নেবেন। এসব নিয়ে আলোচনার মধ্যেই টুইটারে ভুয়া অ্যাকাউন্টে যে হিসাব পাওয়া যাচ্ছিল তা নিয়ে আপত্তি জানিয়ে আসছিলেন মাস্ক। কারণ, যে হিসাব পাওয়া যাচ্ছিল বাস্তবে তার চেয়ে বেশি ভুয়া অ্যাকাউন্ট রয়েছে টুইটারে।

সোমবার এ প্রসঙ্গে মাস্ক বলেন, যেমন দাবি করা হয়েছিল, বাস্তবে যদি কোনও কিছু সেই দাবির চেয়েও নিম্নমানের হয়, তা হলে নিশ্চয়ই আপনি এক দাম দিতে রাজি হবেন না।

মাস্কের দাবি ছিল, তিনি মানুষকে মত প্রকাশের অধিকার ফিরিয়ে দিতে চান। তাই সর্বাগ্রে প্রয়োজন ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করা। কিন্তু এ নিয়ে টুইটার কর্তৃপক্ষের সঙ্গে মাস্কের মতবিরোধ হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *