‘আমাদেরও অস্ত্র আছে, সেটা দিয়ে ক্রোয়েশিয়াকে আক্রমণ করবো’
শেষের দেরগোড়ায় কাতার বিশ্বকাপ। এবার শুরু হচ্ছে ফাইনালে যাওয়ার লড়াই। মঙ্গলবার রাতে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচের আগে দুই দলই নেমেছে কথার লড়াইয়ে।
লুসাইল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। এই ম্যাচকে নিয়ে ক্রোয়েশিয়ার মিডফিল্ডার লুকা মদরিচ জানিয়েছিলেন, তারা জীবন দিয়ে লড়বেন।
অন্যদিকে আর্জেন্টিনার লেফট ব্যাক তাগলিয়াফিকো বলেছেন তাদেরও অস্ত্র আছে, সেটা দিয়েই তারা আক্রমণ করবেন।
‘ক্রোয়েশিয়া অনেক ভালো দল। তারা অনেক লম্বা। তারা মিডফিল্ডে দারুণ, দারুণ সব ক্রস করে। আমাদের মনোযোগ রাখতে হবে। কিন্তু আমাদেরও অস্ত্র আছে, আমরা সেটি দিয়ে আঘাত করবো’-এভাবেই বলেছেন তাগলিয়াফিকো।
সৌদির বিপক্ষে হার দিয়ে শুরু হয়েছিল আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা। গ্রুপপর্বের বাকি দুই ম্যাচ জিতে নিশ্চিত করে শেষ ষোলো। দ্বিতীয় রাউন্ডে অস্ট্রেলিয়াকে হারিয়ে নিশ্চিত করে কোয়ার্টার ফাইনাল। সেখানে ডাচদের টাইব্রেকারে হারিয়ে আসে সেমিফাইনালে।
তাগলিয়াফিকো বলেন, আমাদের ভাবনা পজিটিভ। আমাদের লক্ষ্য ঠিক থাকায় আমরা খুশি। আমারা অনেক পরিশ্রম করছি আমাদের লক্ষ্য ঠিক রাখার জন্য। আমরা পেছনে না তাকয়ে এখন সামনের ম্যাচের দিকে তাকিয়ে আছি।’