আবারও আ’লীগের কোষাধ্যক্ষ আশিকুর রহমান
দক্ষিণাঞ্চল ডেস্ক
দলের সাবেক কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমানকে আবারও একই পদে নিয়োগ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার তাদের এ পদে নিয়োগ দেওয়া হয়।
একই সঙ্গে অধ্যক্ষ মতিউর রহমানকে দলের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। এর আগে মঙ্গলবার উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে তিনজনকে মনোনয়ন দেন দলের সভাপতি।
গত বছরের ২০ ও ২১ ডিসেম্বর অনুষ্ঠিত দলের ২১তম জাতীয় কাউন্সিল কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে আশিকুর রহমানকে এবং আওয়ামী লীগের গঠনতন্ত্রের ২৬ (ক) ধারা মোতাবেক মতিউর রহমানকে মনোনয়ন দেন শেখ হাসিনা। কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার পর এ দু’টি পদ শূন্য হয়।
সম্মেলনের দিন আওয়ামী লীগের ৮১ সদস্যবিশিষ্ট কমিটির ৪২টি পদে নাম ঘোষণা করা হয়। পরে ২৮ ডিসেম্বর আরও ৩২টি পদে নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।