April 20, 2024
জাতীয়

আফগান সেনাঘাঁটিতে তালেবান হামলা, ২৩ সেনা নিহত

দক্ষিণাঞ্চল ডেস্ক
আফগানিস্তানের সবচেয়ে বড় ও কৌশলগত শোহরাব সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে তালেবানরা। এতে অন্তত ২৩ আফগান সেনা নিহত হয়েছে। কর্মকর্তাদের বরাত দিয়ে আলজাজিরা বলছে, কয়েক ঘণ্টা ধরে চলা ওই হামলার দায় স্বীকার করেছে তালেবান। তবে আফগান গণমাধ্যম টোলো নিউজ ২৫ সেনা নিহতের খবর দিয়েছে। হেলমান্দ প্রদেশের এই ঘাঁটিতে এমন সময় হামলার ঘটনা ঘটলো যখন তালেবানদের সঙ্গে মার্কিন কর্তৃপক্ষের শান্তি আলোচনা চলছে।
কর্মকর্তারা আলজাজিরাকে বলেছেন, গত ৪৮ ঘণ্টার মধ্যে তালেবানরা তিন তিনবার ওই ঘাঁটিতে হামলা চালিয়েছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র গফুর আহমেদ জাওয়েদ বলেছেন, ‘অভিযান শেষ হয়েছে, ২৩ নিরাপত্তা কর্মী নিহত ও ১৫ জন আহত এবং ২০ হামলাকারী নিহত হয়েছে।’ প্রদেশ সরকারের মুখপাত্র ওমর জাকও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
তালেবানরা জানিয়েছে, শোহরাব সামরিক ঘাঁটিতে তাদের যোদ্ধাদের সঙ্গে মার্কিন ও আফগান বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়েছে। তালেবান মুখপাত্র কারি ইউসুফ আহমাদি এক বিবৃতিতে বলেছেন, ‘ব্যাপক সংঘর্ষ অব্যাহত আছে এবং শত্র“বাহিনীর বেশ কিছু সদস্য নিহত বা আহত হয়েছে।’

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *