আফগানিস্তানে বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী হামলা, নিহত ৫
দক্ষিণাঞ্চল ডেস্ক
আফগানিস্তানের নানগারহার প্রদেশে বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন, এতে আহত হয়েছেন আরও ৪০ জন। গতকাল শুক্রবার পাকিস্তান সীমান্তের কাছাকাছি আফগানিস্তানের প্রদেশটিতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
খবরে বলা হয়, আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার অংশ হিসেবে সরকারের প্রতিনিধিদের সঙ্গে তালেবানের ঐতিহাসিক বৈঠকের পর এ হামলার ঘটনা ঘটলো। তবে এখনও কেউ এ হামলার দায় স্বীকার করেনি। স¤প্রতি দেশটির নিরাপত্তা বাহিনীর ওপর হামলা বাড়িয়েছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী তালেবান। আর শুক্রবারের হামলার পেছনে তালেবানরা জড়িত বলে দেশটির এক পুলিশ কর্মকর্তা সন্দেহ করছেন।
ফয়েজ মুহাম্মদ বাবরখীল নামের এ পুলিশ কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে ছিলেন সরকারপন্থি সেনা কমান্ডার মালিক তূর। বিয়ের আয়োজন করেছিলেন তিনি। ধারণা করা হচ্ছে তাকে টার্গেট করে এ হামলা চালানো হয়েছে।
নানগাহার প্রদেশ সরকারের মুখপাত্র আতাউলাহ খোগিয়ানি এক বিবৃতিতে জানান, সকাল ৮টার দিকে বিয়ের অনুষ্ঠানে ১৩ বছর বয়সী এক শিশু আত্মঘাতী এ হামলার ঘটনা ঘটায়। নানগাহার প্রদেশের আঞ্চলিক হাসপাতালের মুখপাত্র জহির আদিল বলেন, দুটি মরদেহ এবং ১১ জন আহত ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে।