আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রাকিতিচ
ক্রোয়েশিয়া জাতীয় থেকে অবসরের ঘোষণা দিলেন ইভান রাকিতিচ। বার্সেলোনার সাবেক খেলোয়াড়ের এই খবর সোমবার নিশ্চিত করেছে ক্রোয়েশিয়ান ফুটবল ফেডারেশন (এইচএনএস)।
ক্রোয়েশিয়ান বাবা-মা’র ঘরে সুইজারল্যান্ডে জন্ম নেওয়া রাকিতিচ সুইস যুব দলের হয়ে খেলেছেন। তবে সিনিয়র লেভেলে এই মিডফিল্ডার নিজের পিতৃভূমি ক্রোয়েশিয়াকেই বেছে নেন। ২০০৭ সালে মাত্র ১৯ বছর বয়সে জাতীয় দলের হয়ে অভিষেক হয় তার।
জাতীয় দলে অভিষেকের পর তিনি ক্রোয়াটদের হয়ে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি টুর্নামেন্টে অংশ নিয়েছেন। খেলেছেন উয়েফা ইউরো ২০০৮, ইউরো ২০১২, ২০১৪ ফিফা বিশ্বকাপ, ইউরো ২০১৬ ও ২০১৮ বিশ্বকাপ। যেখানে রাশিয়া বিশ্বকাপে নিজ দলকে ফাইনালে নিতে দারুণ ভূমিকা রাখেন।
রাকিতিচ ক্রোয়েশিয়ার হয়ে মোট ১০৬টি ম্যাচ খেলেছেন। যেখানে ১৫টি গোলও করেছেন মধ্যমাঠের এই সৈনিক। অবসরের ব্যাপারে তিনি জ্লাতকো ডালিচ, এইচএনএস প্রেসিডেন্ট ডেভর সুকার ও অধিনায়ক লুকা মদ্রিচের সঙ্গে আলোচনা করেছেন।