April 20, 2024
জাতীয়লেটেস্ট

আড়াই হাজার কোটি টাকা দিতেই হচ্ছে ৩ মোবাইল কোম্পানিকে

তিন মোবাইল অপারেটর কোম্পানিকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পাওনা ২ হাজার ৫শ কোটি টাকা পরিশোধ করতে রায় ঘোষণা করছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

মঙ্গলবার (১০ জানুয়ারি) এ বিষয়ে দীর্ঘ শুনানি শেষে আপিল বিভাগ এই রায় দেন। এর পাশাপাশি কয়েকটি নির্দেশনাও দেওয়া হয়েছে।

রাজস্ব, তরঙ্গ ও লাইসেন্স ফি বাবদ গ্রামীণ ফোনকে এক হাজার ১৬৫ কোটি টাকা বাংলালিংককে ৬২৫ কোটি টাকা এবং রবিকে ৫৬৫ কোটি টাকা দিতে হবে।

রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করবেন বলে জানা গেছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *