April 20, 2024
আঞ্চলিককরোনালেটেস্ট

আটদিন পর খুলনা করোনায় মৃত্যু শূন্য

দ. প্রতিবেদক
গত ২৪ ঘণ্টায় খুলনা মহানগরীর চারটি হাসপাতালের করোনা ইউনিটে কোনো রোগীর মৃত্যু হয়নি। এর আগে ১৪ সেপ্টেম্বর জেলার করোনা হাসপাতালগুলো মৃত্যুশূন্য ছিল। বুধবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় কোনো রোগীর মৃত্যু হয়নি বলে জানিয়েছে হাসপাতালগুলোর দায়িত্বশীল কর্মকর্তারা।
খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় কোনো রোগীর মৃত্যু হয়নি। তবে চিকিৎসাধীন রয়েছেন ৪৩ জন। যার মধ্যে রেড জোনে ৮ জন, ইয়ালো জোনে ২৯ জন, আইসিইউতে ৬ জন।
খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, হাসপাতালে এখন শুধুমাত্র ১০ শয্যার আইসিইউতে করোনা রোগি ভর্তি করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের আইসিইউতে করোনায় কোনো রোগীর মৃত্যু হয়নি। আজ সকাল পর্যন্ত সেখানে ৩ জন চিকিৎসাধীন রয়েছেন।
খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। হাসপাতালের করোনা ইউনিটে ১০ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন দুই জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চার জন। আইসিইউতে ভর্তি রয়েছেন দুই জন।
বেসরকারি গাজী মেডিকেল হাসপাতালের স্বত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে কারো মৃত্যু হয়নি। হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন দুইজন।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *