April 23, 2024
খেলাধুলা

আজই টাইগারদের বিশ্বকাপ দল ঘোষণা

 

ক্রীড়া ডেস্ক

আগামী ৩০ মে থেকে শুরু হবে বিশ্বকাপ ক্রিকেট। তাই দল গোছনো নিয়ে ব্যস্ত সবাই। আইসিসি জানিয়েছে, ২৩ মে পর্যন্ত দলগুলো সময় পাবে বিশ্বকাপের চূড়ান্ত দল দেয়ার। তবে আজ মঙ্গলবারই (১৬ এপ্রিল) বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে এদিন আয়ারল্যান্ডে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজের জন্যও ঘোষণা করা হবে ১৭ সদস্যের দল।

তবে যেহেতু ২৩ মে পর্যন্ত আইসিসির বেধে দেওয়া সময় রয়েছে। ফলে এর আগে দলগুলো স্কোয়াডে পরিবর্তন আনতে পারবে। সেক্ষেত্রে আয়ারল্যান্ড সফরের পরও দলে কাটাছেড়া হতে পারে। কিন্তু আইসিসির সময়ের পর ইনজুরি ছাড়া কোনো পরিবর্তন আনা যাবে না।

মিরপুরের হোম অব ক্রিকেটে সোমবার (১৫ এপ্রিল) পাপন জানিয়েছেন, বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করতে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ পর্যন্ত অপেক্ষা করবে। পাপন বলেন, ‘আমাদের ইনিশিয়লি ধারণা ছিল যে ১৮ এপ্রিলের দল দিতে হবে, চেঞ্জ করা যাবে না ইনজুরি ছাড়া। কিন্তু আমরা এখন এটা জানতে পেরেছি এখনও সময় আছে। ২২ মে পর্যন্ত সময় আছে কাউকে না বলে চেঞ্জ করা যাবে। আমাদের সামনে তো ট্রাইনেশন আছে, ১৮ মে শেষ হবে সো আমাদের তো সময় আছেই।’

তবে ক্রিকেটারদের ফর্মহীনতা ও ইনজুরি নিয়ে পাপনকে ভাবাচ্ছে। ফলে বিশ্বকাপ দল নিয়েও ভাবতে হচ্ছে। পাপন আরও বলেন, ‘কয়েকটা কারণে আসলে সমস্যাটা হচ্ছে একটা হচ্ছে আমরা যাদের নিয়ে চিন্তা ভাবনা করছিলাম বিশ্বকাপে যাব ওদের ফর্ম ভাল না বা ঘরোয়াতে ভাল করতে পারেছে না। ইনজুরি একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। অনেক খেলোয়াড়কে আমরা ধরেছিলাম তা হয়তো ওয়ার্ল্ডকাপ স্কোয়াডে থাকবে ওরা এখনো পুরোপুরি সুস্থ না। এজন্য টিম দিতে সমস্যা হচ্ছে।’

আয়রল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের জন্য ১৭ জনের দল ঘোষনা করবে বিসিবি। সেখান থেকেও বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ার সুযোগ আছে। এছাড়া প্রিমিয়ার লিগের পারফম্যান্স বিবেচনা করা হবে কিনা সেই প্রসঙ্গে পাপন বলেন, ‘আমরা ওয়ার্ল্ডকাপের জন্য তো ১৫ জনের টিম দিবই এছাড়া ট্রাইনেশনের জন্য কমপক্ষে ১৭ জনের নাম দেব। তাই দুই জন তো অতিরিক্ত থাকেছেই। আমরা ওখান থেকেও ট্রাই করতে পারব। প্রিমিয়ার লিগের পারফম্যান্স তো বিবেচনা করা হবে। তবে সমস্যা হলো কেউ যদি ভাল করে দেখতে হবে সে কোন পজিশনে ভাল করছে সেই পজিশনে কোন রিপ্লেসমেন্ট আছে কিনা। সেখানে যদি রিপ্লেসমেন্ট থাকে অন্য জায়গায় নেবো কিনা এসব কথা চিন্তা করে সকলকে সবজায়গায় সুযোগ দেয়া যাচ্ছেনা।’

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *