January 21, 2025
খেলাধুলা

আইসিসির বর্ষসেরা দলের অধিনায়ক কোহলি, নেই সাকিব

বিশ্বকাপে অসাধারণ ধারাবাহিকতা, বিশ্বকাপ ইতিহাসের সেরা অলরাউন্ড পারফরম্যান্স দিয়ে টুর্নামেন্ট সেরার বিবেচনায় চলে আসা, সব মিলিয়ে ব্যক্তিগত পারফরম্যান্সে ইংল্যান্ড বিশ্বকাপ স্বপ্নের মতো কেটেছিল সাকিব আল হাসানের। তবে আইসিসির বর্ষসেরা একাদশে জায়গা পাননি বাংলাদেশের অলরাউন্ডার।

বিভিন্ন দেশের সাবেক ক্রিকেটার, বিশেষজ্ঞ ও ক্রিকেট সাংবাদিকদের ভোটে বাছাই করা হয়েছে ২০১৯ সালে আইসিসির বর্ষসেরা টেস্ট ও ওয়ানডে একাদশ। দুটি দলেরই অধিনায়ক বিরাট কোহলি।

টেস্ট দলের ওপেনিংয়ে জায়গা পেয়েছেন মায়াঙ্ক আগারওয়াল। গত বছর ৮ টেস্টে ৬৮.৫৪ গড়ে ৭৫৪ রান করেছেন ভারতের ওপেনার। ওপেনিংয়ে তার সঙ্গী নিউ জিল্যান্ডের টম ল্যাথাম।

ওপেনারদের মধ্যে ইংল্যান্ডের ররি বার্নস সবচেয়ে বেশি রান করেছেন গতবছর। ল্যাথামের চেয়ে বেশি রান করেছেন ডেভিড ওয়ার্নার। তবে বার্নস ও ওয়ার্নারের চেয়ে ল্যাথাম-মায়াঙ্কের গড় বেশি।

বাকিদের নাম নিয়ে সংশয়ের জায়গা আছে সামান্যই। টেস্ট একাদশে সর্বোচ্চ ৫ জন আছেন অস্ট্রেলিয়া থেকে। দলের একমাত্র স্পিনার ন্যাথান লায়ন।

ওয়ানডে দলে সবচেয়ে বেশি চারজন আছেন ভারত থেকে। দলের একমাত্র স্পিনার কুলদীপ যাদব। গতবছর ওয়ানডেতে সবচেয়ে বেশি উইকেট নেওয়া স্পিনার ভারতের এই চায়নাম্যান বোলারই।

যাদের ভোটে বর্ষসেরা একাদশ নির্বাচিত হয়েছে, তাদের মধ্যে ছিলেন অস্ট্রেলিয়ার মাইকেল ক্লার্ক, মাইক হাসি, বাংলাদেশের আতহার আলি খান, ইংল্যান্ডের নাসের হুসেইন, ইসা গুহ, আয়ারল্যান্ডের নায়াল ও’ব্রায়েন, ভারতের সঞ্জয় মাঞ্জরেকার, দীপ দাস গুপ্ত, নিউ জিল্যান্ডের ড্যানি মরিস, ইয়ান স্মিথ, পাকিস্তানের বাজিদ খান, রমিজ রাজা, দক্ষিণ আফ্রিকার শন পোলক, শ্রীলঙ্কার রাসেল আর্নল্ড, জিম্বাবুয়ের পমি এমবাংওয়া, ওয়েস্ট ইন্ডিজের ইয়ান বিশপ ও বিভিন্ন দেশের ক্রিকেট সাংবাদিকরা।

বর্ষসেরা টেস্ট দল (ব্যাটিং অর্ডার অনুযায়ী): মায়াঙ্ক আগারওয়াল, টম ল্যাথাম, মানার্স লাবুশেন, বিরাট কোহলি (অধিনায়ক), স্টিভেন স্মিথ, বেন স্টোকস, বিজে ওয়াটলিং (কিপার), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নিল ওয়েগনার, ন্যাথান লায়ন।

বর্ষসেরা ওয়ানডে দল (ব্যাটিং অর্ডার অনুযায়ী): রোহিত শর্মা, শেই হোপ, বিরাট কোহলি (অধিনায়ক), বাবর আজম, কেন উইলিয়ামসন, বেন স্টোকস, জস বাটলার (কিপার), মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *