November 25, 2024
খেলাধুলা

আইসিসির ক্রিকেট মহাব্যবস্থাপক হলেন পিসিবির সাবেক সিইও

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির ক্রিকেট মহাব্যবস্থাপক হলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ওয়াসিম খান। আগামী মাস থেকে এ দায়িত্বে কাজ শুরু করবেন তিনি। গত নভেম্বর জিওফ অ্যালার্ডিস সরে যাওয়ার পর থেকে এ পদটি খালিই ছিল।

বড় দায়িত্ব পেয়ে ওয়াসিম বলেছেন, ‘আইসিসিতে যোগ দিতে পারে আমি সম্মানিত বোধ করছি। সদস্যদের কাজ করার জন্য অপেক্ষার তর সইছে না। আগামী দশকের মধ্যে খেলাটির শক্তি বাড়াতে, বিশেষ করে নারী ক্রিকেটের বিশ্বায়নে নিবিড়ভাবে কাজ করবো।’

খেলোয়াড়ি জীবনে বাঁহাতি ব্যাটার ছিলেন এ সাবেক ইংলিশ ক্রিকেটার। ওয়ারউইকশায়ার, সাসেক্স এবং ডার্বিশায়ের হয়ে ৫৮টি প্রথম শ্রেণি ও ৩০টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন ওয়াসিম। তবে সাংগঠনিক কার্যক্রমের কারণেই অধিক পরিচিত তিনি।

পিসিবির প্রধান নির্বাহীর দায়িত্ব গ্রহণের আগে লিস্টারশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের ক্রিকেট ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ছিলেন তিনি। নিজের কাজের ক্ষেত্রে অভাবনীয় অবদান রাখায় ২০১৩ সালে ব্রিটিশ রাজত্বের এমবিই খেতাব পেয়েছেন ওয়াসিম।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *