অসহায় কৃষকের পাশে খুলনা জেলা ছাত্রলীগের সেক্রেটারি ইমরান
দ. প্রতিবেদক : প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে লকডাউনে শ্রমজীবীদের কর্মসংস্থান বন্ধ থাকায় বিপাকে পড়েছে অসহায় কৃষক। শ্রমিকদের অভাবে ধান কেটে ঘরে তুলতে পারছেন না তাঁরা। এমন সময় এসব অসহায় কৃষকদের পাশে এসে দাঁড়িয়েছেন খুলনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন।
আজ শুক্রবার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেনের নেতৃত্বে এক ঝাঁক নেতাকর্মী বটিয়াঘাটা উপজেলা ৬নং বালিয়াডাঙ্গা ইউনিয়নের ৪নং ওয়ার্ড এর কৃষক ইশারত হোসেন এর জমির পাকা ধান কেটে ঘরে তুলে দেন। এতে উক্ত কৃষক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এসব ছাত্রলীগ নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আমিরুল মুমিনিন রানা, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম তানভির রহমান আকাশ, সাংগঠনিক সম্পাদক কাজি নাজিব, সহ সম্পাদক রাকিব মাহমুদ, কার্যনির্বাহী সদস্য এস এম আবিদ হাসান ফাহিম,এস এম শাহরুখ, ইফতেখার, মিরাজ, শাহিক, রাজিব প্রমুখ।
এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন দক্ষিণাঞ্চল প্রতিদিনকে বলেন, করোনাভাইরাসের কারণে দেশে লকডাউন থাকায় অসহায়, মধ্যবিত্ত, শ্রমজীবী মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক এর অনুপ্রেরণায় খুলনা জেলা ছাত্রলীগের নেতাকর্মী অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছে। খুলনা জেলায় যেখানে এমন খবর পাওয়া যাবে, সেখানেই ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে ধান কেটে ঘরে তুলে দেওয়া হবে।