অভয়নগরে র্যাবের অভিযানে ১১২ বোতল ফেন্সিডিলসহ আটক ২
দ: প্রতিবেদক
যশোরের অভয়নগরে ১১২ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব-৬)’র সাতক্ষীরা ক্যাম্প এর সদস্যরা। আটকরা হলেন মো. আকতারুজ্জামান (৩৭) ও আসমা খাতুন (২৬)। গতকাল শনিবার বিকাল ৪টার দিকে উপজেলার গুয়াপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
র্যাব-৬’র সাতক্ষীরা ক্যাম্পের সিপিসি কমাণ্ডার লেঃ মো. মাহমুদুর রহমান মোলা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকালে যশোরের অভয়নগর উপজেলার গুয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১১২ বোতল ফেন্সিডিলসহ আকতারুজ্জামান ও আসমা খাতুনকে আটক করা হয়।
আটককৃতরা দীর্ঘদিন ধরে ফেন্সিডিলের ব্যবসা পরিচালনা করছে। তারা নিজেদের স্বামী-স্ত্রী বলে দাবি করলেও এখনো পরিচয় সনাক্ত করা যায়নি। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।