January 19, 2025
আঞ্চলিকবিনোদন জগৎলেটেস্টশীর্ষ সংবাদ

অবশেষে মুক্তি পেল শিল্পী কেএম বাসারের মৌলিক গান ‘তুমি কি আমারই মত’

দ. প্রতিবেদক
অবশেষে মুক্তি পেয়েছে রূপসা কলেজের প্রভাষক, শিল্পী কে এম বাসারের মৌলিক গানের মিউজিক ভিডিও ‘তুমি কি আমারই মত’। গানটির শুভ মুক্তি দিয়েছে ঢাকা থেকে সাউন্ডটেক ইলেকট্রনিক্স লিমিটেড।
গানটির মুক্তি উপলক্ষে খুলনা মহানগরীর ইকবালনগরে অবস্থিত স্টুডিও হল অব সিম্ফনিতে শনিবার জাঁকজমকপূর্ণ কেক কাটা অনুষ্ঠানের মাধ্যমে গানটির উদ্বোধন করেন প্রধান অতিথি রূপসা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফ. ম. আব্দুস সালাম।

এসময় আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা আজিজুর রহমান রাসেল, যুবলীগ নেতা ইরতিজা হাসান, শিল্পী কে.এম.বাসার, মডেল ও অভিনেত্রী জান্নাত আফরিন, গীতিকার ও সুরকার সোহাগ আহম্মেদ, হায়দার ইকবাল, সংগীত পরিচালক এ.এস. আরিফিন সজল, সংগীত শিল্পী নাঈম ও মেঘলার বাবা যথাক্রমে নুরুল ইসলাম ও আসাবুর রহমান বুলু, মডেল রবিউল ইসলাম রবি, শাহিন, তানভীর পরশ, নাজমুস সাকিব ইব্রাহিম, সমিত, ফারহানসহ আরো অনেকে।
সমগ্র অনুষ্ঠান শেষে শিক্ষকতার পাশাপাশি শিল্পী কে.এম. বাসার সকলের কাছে দোয়া চেয়েছেন যাতে করে ভবিষ্যতে দেশবাসীকে আরও সুন্দর সুন্দর গান উপহার দিতে পারেন এবং খুলনার মুখ উজ্জ্বল করতে পারেন।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *