May 19, 2024
আঞ্চলিককরোনালেটেস্ট

অবশেষে খুমেকে পিসিআর মেশিন, খুলনায় শনিবার থেকে করোনা পরীক্ষা

দ. প্রতিবেদক
করোনাভাইরাস শনাক্তসহ বিভিন্ন জটিল রোগীর নমুনা পরীক্ষার জন্য পলিমারজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) মেশিন আজ সোমবার সকালে খুলনা মেডিকেল কলেজে (খুমেক) এসে পৌঁছেছে। কলেজের তৃতীয় তলায় পিসিআর মেশিন স্থাপন করা হচ্ছে। আগামী শনিবার থেকে খুলনায় পিসিআরের মাধ্যমে করোনায় আক্রান্ত বলে সন্দেহভাজন রোগীর রক্ত, ঘাম ও কফ পরীক্ষা করা হবে।
খুলনা মেডিকেল কলেজের (খুমেক) উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ বলেন, নমুনা সংগ্রহের পর আমরা পিসিআর মেশিনের মাধ্যমে কোভিড-১৯ পরীক্ষা করতে পারবো। যার ফলাফল একদিনের মধ্যেই পাওয়া যাবে। বিকেলে ঢাকা থেকে এক্সপার্ট আসবেন। মেশিনটি এরপর ইন্সটলের প্রক্রিয়ায় যাবে। এখনও মালামাল তৃতীয় তলায় উঠানোর কাজ চলছে। আমরা আশা করছি শনিবার পরীক্ষা শুরু করা সম্ভব হবে।
কিট প্রসঙ্গে তিনি বলেন, কিট এখনও আসেনি। তবে কিট নিয়ে কোন টেনশন নেই। বলামাত্রই চলে আসেবে। কিট ছাড়া তো পরীক্ষাই করা যাবে না।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *