May 5, 2024
আন্তর্জাতিক

অবতরণের সময় রানওয়ের বাইরে প্লেন, প্রাণে বাঁচলেন যাত্রীরা

অবতরণ করার সময় কোরিয়ার একটি প্লেন রানওয়ের বাইরে চলে গেছে। খারাপ আবহাওয়ার কারণে ফিলিপাইনে এই দুর্ঘটনা ঘটে। এসময় প্লেনটিতে ১৭৩ জন যাত্রী ছিল। কিন্তু এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সোমবার (২৪ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক পতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ফিলিপাইনের সেবু প্রদেশের ম্যাকটান দ্বীপে রাতে এই দুর্ঘটনা ঘটে।

ফিলিপাইন ও এয়ারলাইনের কর্তৃপক্ষ জানিয়েছে, কোরিয়ান এয়ারের ফ্লাইট কেই৬৩১- এর ১১ জন ক্রু সদস্য ও ১৬২জন যাত্রী ক্ষতিগ্রস্ত বিমান থেকে বাঁচতে জরুরি স্লাইড ব্যবহার করেন।

ফিলিপাইনের বেসামরিক বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, সব যাত্রীরা নিরাপদে রয়েছে।

প্লেনটি সোমবার ম্যাকটান সেবু আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের শেষ মাথায় ঘাসের মধ্যে আটকে থাকে। পরে বিমানবন্দরটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

এপির এক প্রতিবেদনে বলা হয়, বিমানের সামনের দিকের নীচের অংশটি দুমরেমুচরে গেছে। পাশাপাশি এর সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

কোরিয়ান এয়ার লাইনস কোম্পানি এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার ইনচিওন থেকে আসা প্লেনটি ফিলিপাইনে রানওয়ের বাইরে চলে যাওয়ার আগে দুইবার অবতরণের চেষ্টা করে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *