অপরাধে সম্পৃক্ত বলে শরিয়তকে গ্রেপ্তার করা হয়েছে : প্রধানমন্ত্রী
দক্ষিণাঞ্চল ডেস্ক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘নিশ্চয়ই কোনো অপরাধের’ সঙ্গে সম্পৃক্ত বলেই শরিয়ত বয়াতিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার সংসদে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নিশ্চয়ই কোনো অপরাধের সাথে সম্পৃক্ত বলেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। কোন ব্যক্তি বিশেষ অপরাধে সম্পৃক্ত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বাউল শিল্পীরা এমন কোনো কাজ যেন না করে যার জন্য বাউল গান বিশ্ব ঐতিহ্যে স্থান করে নিয়েছে, তা প্রশ্নবিদ্ধ হয়। তারা যেন সেই ধরনের কাজ যেন না করে। সেই ব্যাপারে আমাদের সচেতন থাকা দরকার আর তাদেরও সচেতন করা দরকার।
জাসদের সংসদ সদস্য হাসানুল হক ইনুর সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। এ সময় বাউল গান ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যে স্থান পাওয়ার প্রসঙ্গ টেনে ইনু স¤প্রতি শরিয়ত বয়াতির গ্রেপ্তার হওয়ার কথা তুলে ধরেন।
তিনি বলেন, আইসিটি আইনে শরিয়ত বাউলকে গ্রেপ্তার ও ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। স¤প্রতি দেখা যাচ্ছে, বাউল শিল্পীদের চুল কেটে দেওয়া হচ্ছে। গ্রাম থেকে তাড়িয়ে বের করে দেওয়া হচ্ছে। পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যার পর সামরিক শাসকেরা যে জবর দখলের রাজনীতি শুরু করেছিল, তখন যাত্রা, পালাগানসহ সাংস্কৃতিক কর্মকাণ্ডের ওপর একটি আক্রমণাত্মক তৎপরতা পরিচালনা করেছিল। তার রেশ এখনও চলছে। প্রধানমন্ত্রী ও সরকার বিশ্ব ঐতিহ্যের বাউল স¤প্রদায়কে রক্ষা করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেবেন কি না, সে প্রশ্ন করেন জাসদ সভাপতি।
জবাবে শেখ হাসিনা বলেন, আমরা উদ্যোগ নিয়ে বাউল গানকে বিশ্ব ঐতিহ্য হিসেবে প্রতিষ্ঠিত করেছি। তবে বাউল গানের তো কোনো দোষ নেই। কিন্তু বাউল গান যারা করেন তাদের ব্যক্তি বিশেষ কোনো অপরাধে সম্পৃক্ত হলে আইন তার আপন গতিতে চলবে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এর সাথে গানের কোনো সম্পৃক্ততা নেই।
আর যারা বাউল গান গাচ্ছেন তারা সবাই অপরাধের ঊর্ধ্বে-এই গ্যারান্টি কি কেউ দিতে পারবেন? বাউল শিল্পীরা কোনো অপরাধ করেন না বা করেননি- এটা তো ঠিক নয়। নিশ্চয়ই কোনো অপরাধের সাথে সম্পৃক্ত বলেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ২৪ ডিসেম্বর ঢাকার ধামরাই উপজেলার রৌহাট্টেক পীর এ কামেল হযরত হেলাল শাহ’র দশম বার্ষিক মিলন মেলায় পরিবেশনায় মুসলমানদের ‘ধর্মীয় অনুভূতিতে’ আঘাতের অভিযোগ ওঠে শরিয়ত বয়াতির বিরুদ্ধে।
এই অভিযোগে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আগধল্যা গ্রামের জামে মসজিদের ঈমাম ফরিদুল ইসলাম মির্জাপুর থানায় মামলা করেন। পরে তাকে গ্রেপ্তার করে আদালতে রিমান্ডের আবেদন করে পুলিশ। রিমান্ড শেষে তাকে জেল হাজতে নেওয়া হয়।
ইনুর প্রশ্নের সূত্র ধরে সামরিক শাসন আমলের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, পঁচাত্তরের পর যারা ক্ষমতায় ছিল সেখানে গণতান্ত্রিক ধারা ছিল না। সংবিধান লংঘন করে ক্ষমতায় এসেছে। একের পর এক ‘ক্যু’ হয়েছে। মিলিটারি ডিক্টেটররা ক্ষমতায় এসেই রেডিও-টেলিভিশনে ঘোষণা দেয়, আজকের থেকে আমি রাষ্ট্রপতি হলাম। আর হয়েই তাদের কাজ ছিল পরিষ্কার-পরিচ্ছন্ন করা। সুইপারের কাজটাই তারা আগেই করে। এটা আমরা সব সময় দেখেছি।
প্রথমে দেখা যায়, রাস্তার পাশে কঁচু-ঘেচু যা থাকে কেটেকুটে ছাপ করে। দেয়াল মুছে পরিষ্কার করা। আবার কেউ সাইকেল চালিয়ে সাশ্রয় করেন। সাইকেল চালিয়ে যাওয়ার পর দেখা যাচ্ছে, পৃথিবীর সব থেকে দামি গাড়ি নিয়ে চলে আসছে। কেউ বলছে কৃচ্ছতা সাধন করছি বলে টি-শার্ট পরে লেগে গেলেন। কিন্তু দেখা গেল প্যারিস থেকে স্যুট আসে। ফ্রেঞ্চ শিফন শাড়ি আছে। তখনকার যুগের দামি এবং ব্র্যান্ড সানগ্লাস ‘রে-বেন’ পরে ঘুরে বেড়াচ্ছে।
সংসদ নেতা বলেন, এ রকম বহু নাটক মিলিটারি ডিক্টেটররা করে থাকে। কাজেই চুল কাটা শুরু নয়, এছাড়া অনেক কাজই তারা করেছেন। এ রকম বহু কিছু আমরা জীবদ্দশায় দেখেছি। অবৈধভাবে ক্ষমতায় আসার পর যে কাজটা করলে ক্ষমতা একটু পোক্ত করা যায় বা নিজেদের মানুষের কাছে গ্রহণযোগ্য করা যেতে পারে, তা করতে চায়। তবে তাদের এসব উদ্যোগ বেশি দিন টেকে না। মাস ছয়েক থাকে তারপরই চেহারা পাল্টে যায়। আর এখনও যদি কেউ কিছু করে থাকে অন্যায় অপরাধ করলে আমরা তা দেখব। তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব। অহেতুক কারও চুল কাটা বা গানের প্রতিবন্ধকতা করা মোটেও গ্রহণযোগ্য নয়।
সরকারি দলের শহীদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন দানাদার খাদ্যশস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। আওয়ামী লীগ সরকারের কৃষিবান্ধব কর্মসূচি ও নীতি বাস্তবায়নের কারণেই কৃষি উন্নয়নে সফলতা বাংলাদেশকে বিশ্বপরিমণ্ডলে ‘মর্যাদার নতুন আসনে প্রতিষ্ঠিত করেছে’। বাংলাদেশ এখন ধান উৎপাদনে বিশ্বে চতুর্থ, আম উৎপাদনে সপ্তম, আলু উৎপাদনে অষ্টম, পেয়ারা উৎপাদনে অষ্টম, সবজি উৎপাদনে তৃতীয় এবং অভ্যন্তরীণ উৎস থেকে মৎস্য আহরণে তৃতীয় স্থান অজর্নকারী দেশ।
সংরক্ষিত আসনের আরমা দত্তের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, দেশের চার হাজার ৫৬৯টি ইউনিয়ন পরিষদে মুজিববর্ষের উদ্বোধন অনুষ্ঠান ছাড়াও সারা বছরজুড়ে ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উৎসবমুখর পরিবেশে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, দেয়াল পত্রিকা, স্মরণিকা প্রকাশ, কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ইত্যাদি আয়োজন করা হবে।
ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, আজকাল ছেলে-মেয়ে সবাই কাজ করে। শাক-সবজি, তরি-তরকারি প্রক্রিয়াজাত করা থাকলে সুবিধা। করা গেলে মেয়েদের সুবিধা হবে।
আমাদের দেশে আসলে ছেলেরাতো কাজ-টাজ করতে চায় না। হয়ত দুজন একসাথেই অফিসে যায়, অফিস থেকে ফিরলে দেখা যাবে যিনি পুরুষ নিজেকে বেশি শক্তিশালী মনে করে সেই ‘টায়ার্ড’। তখন বলে এক কাপ চা দাও তো। আর যিনি মহিলা চা বানানো, খাবার বানানো সবকিছু তাকেই করতে হয়। আমি এই কথাগুলো বলছি দেখে এখন কিছু পরিবর্তন হচ্ছে। দুজন যদি একসঙ্গে কাজ করে তাহলে সহজ হয়ে যায়।