May 5, 2024
খেলাধুলা

‘অধিনায়কত্ব হারানোয় আরও ভালো খেলবে কোহলি’

জোর করে হলেও অধিনায়কত্ব থেকে সরানোটা বিরাট কোহলির জন্য শাপেবর হয়েছে বলে মনে করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাট। তার মতে, এতে করে চাপহীনভাবে ব্যাটিংয়ে মনোযোগ দিতে পারবেন কোহলি।

বুধবার ভারতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে কোহলিকে। তার জায়গায় টি-টোয়েন্টির পর ওয়ানডেতেও দায়িত্ব দেওয়া হয়েছে রোহিত শর্মাকে। তবে ওয়ানডেতে ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত অধিনায়কত্ব করার ইচ্ছা ছিল কোহলির।

সেটি না পেলেও তার ব্যাটিংয়ের দিকটি বিবেচনা করে বাট বলেছেন, ‘আমার কাছে কোহলির অধিনায়কত্বের বিষয়টি মোটেও অবাক লাগেনি। শুধুমাত্র টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ার কোনো মানে নেই। এর চেয়ে খেলোয়াড়ের চাপ কমানোর জন্য সাদা বল, লাল বল আলাদা রাখাই অধিক যুক্তিযুক্ত।’

নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া ভিডিওবার্তায় তিনি আরও যোগ করেন, ‘ভারত অনেক বেশি টি-টোয়েন্টি খেলে না। তারা মূলত ওয়ানডে আর টি-টোয়েন্টি বেশি খেলে। তাই কোহলির ওপর থেকে চাপ কমানোর জন্য সাদা বলের পুরো অধিনায়কত্ব সরানোটাই স্বাভাবিক ছিল।’

‘যেমনটা আমি বললাম এখানে অবাক হওয়ার কিছু নেই। এটি বরং কোহলির জন্য ভালো এবং এখন তার পারফরম্যান্স আরও ভালো হবে। কারণ তার ওপর এতদিন অনেক চাপ ছিল। এখন সে আরও ভালো করবে। তার মতো ব্যাটারের জন্য ৫০ রানের ইনিংস কিছুই না। এখন সেগুলো বড় ইনিংস হবে।’

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *