April 24, 2024
জাতীয়

৫৬৫টি ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের কাজ শেষ পর্যায়ে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশের সব উপজেলায় ৫৬৫টি ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের কাজ শেষ পর্যায়ে রয়েছে।
তিনি বলেন, ইতোমধ্যে ৪০৬টি উপজেলার ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের কাজ শেষ হয়েছে। বাকি ১৫৯ টি ষ্টেশন নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এসব স্টেশন তৈরির কাজ শেষ হলে
মানুষের জানমাল সুরক্ষায় ফায়ার সার্ভিসের সামর্থ্য বৃদ্ধি পাবে বলেও জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আজ নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলায় রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পের ১২নং সেক্টর এলাকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনে অফিসার ফাউন্ডেশন কোর্সের ৪০তম ব্যাচের ‘পাসিং আউট প্যারেডে’ প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফায়ার সার্ভিসের দক্ষতা বৃদ্ধিতে ও অলি-গলিতে এ সেবা পৌঁছে দিতে মোটরসাইকেল ও আধুনিক যানবাহন যুক্ত করা হয়েছে। এছাড়াও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বহুতল ভবনের সব ধরনের দুর্যোগ মোকাবেলায় সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস।
এছাড়া সাম্প্রতিক সময়ে চকবাজারের অগ্নি দূর্ঘটনা, নৌকাডুবিসহ বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিস প্রশংসনীয় ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, আগামীতে নিওক্লিয়ার আগুন নিয়ন্ত্রণেও দেশ বিদেশের উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করছে ফায়ার সার্ভিস কর্মিরা।
স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব শহিদুজ্জামান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহা পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আলী আহমেদ খান, অতিরিক্ত পুলিশ সুপার (গ) সার্কেল আনিচুর রহমান, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলাসহ স্বরাষ্ট্র মন্ত্রনালয়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী ফায়ার সার্ভিসে বিভিন্ন অবদানের জন্য তিনজন চৌকস অফিসারকে পদক পরিয়ে দেন।

বাসস

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *