November 12, 2024
খেলাধুলা

৫২ বছর বয়সেই না ফেরার দেশে ম্যারাডোনার ছোট ভাই

ডিয়েগো ম্যারাডোনার মৃত্যু এখনও কাঁদায় তার ভক্ত-সমর্থকদের। ২০২০ সালের নভেম্বরে মাত্র ৬০ বছর বয়সেই পৃথিবীর মায়া ত্যাগ করেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি। এবার আরও কম বয়সে পরকালের পথে পাড়ি জমালেন তার ছোট ভাইও।

আজ (২৮ ডিসেম্বর) মঙ্গলবার ইতালির নাপলসে নিজ বাড়িতে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে ম্যারাডোনার ভাই হুগো ম্যারাডোনার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৫২ বছর।

দুই ভাই দিয়েগো আর রাউলের মতো ছোট বয়সেই ফুটবল শুরু করেছিলেন হুগো। এমনকি ১৮ বছর বয়সে নাপোলির মতো ক্লাবে চুক্তিবদ্ধও হয়েছিলেন। এরপর খেলেন আসকোলিতে। তবে ম্যারাডোনার মতো এত নামডাক হয়নি তার।

ইতালিয়ান সংবাদপত্র ‘লা গেজেটা ডেলো স্পোর্ট’ প্রথম হুগো ম্যারাডোনার মৃত্যুর খবরটি প্রকাশ করেছে। বড় ভাইয়ের মৃত্যুর ১৩ মাস পার হতেই চলে গেলেন ছোট ভাইও।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *