April 12, 2024
আঞ্চলিকবিজ্ঞপ্তিলেটেস্ট

৩য় উপকূলীয় পানি সম্মেলন আয়োজনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি
টেকসই উন্নয়ন, পানি প্রতিবেশ সংরক্ষণ প্রতিপাদ্যকে সামনে নিয়ে ৩য় উপকূলীয় পানি সম্মেলন আয়োজনের ১ম প্রস্তুতি সভা সোমবার বিকেল ৪টায় খুলনা নগর ভবনে অনুষ্ঠিত হয়। সভায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক সভাপতিত্ব করেন। সভায় খুলনা অঞ্চলে কর্মরত বিভিন্ন সরকারি এবং বেসরকারি উন্নয়ন সংস্থা সমূহের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
সভায় বিগত দুইটি পানি সম্মেলনের ধারাবাহিকতায় ২০২১ সালে ৩য় উপকূলীয় পানি সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত চুড়ান্ত করা হয়। এ লক্ষে একটি সম্মেলন আয়োজক কমিটি গঠন করা হয়। অ্যাওসেড’ এর নির্বাহী পরিচালক শামীম আরফীনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা পলাশ কান্তি বালা, কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ দেলওয়ারা বেগম, রুপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন, খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের অধ্যাপক দীলিপ কুমার দত্ত, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোস্তফা সারোয়ার ও তুষার কান্তি রায়, পানি অধিকার কমিটির সভাপতি রেহানা আক্তার, পানি অধিকার কমিটির সাধারন সম্পাদক হুমায়ুন কবির ববি। এছাড়াও ইউএনডিপি-জিসিএ প্রকল্পের প্রতিনিধি সহ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং অন্যান্য বেসরকারী সংস্থার প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *