April 25, 2024
আঞ্চলিক

২৫ মার্চ বিশ্ব মানবতার ইতিহাসে একটি কালো অধ্যায় : মেয়র

 

 

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, ২৫ মার্চ বাঙালী জাতির জীবনে  এক বিভীষিকাময় বেদনাবিধুর দিন। ১৯৭১ সালের এ রাত বিশ্ব মানবতার ইতিহাসে একটি কালো অধ্যায়। পাকিস্তানি বাহিনী নিরাপরাধ ঘুমন্ত বাঙালীর ওপর যে নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছিল এ রাতে তা পৃথিবীর ইতিহাসে এক ঘৃন্যতম গণহত্যার নজির হয়ে আছে। বর্বর হত্যাযজ্ঞের এ দিনটি গণহত্যা দিবস হিসেবে পালিত হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে সংঘটিত এ গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের বিষয়ে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি প্রতিরোধ, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা, সর্বোপরি প্রজন্ম থেকে প্রজন্মকে ২৫ মার্চের নারকীয় হত্যাযজ্ঞ সম্পর্কে জানানোর দায়বদ্ধতা সবার বলে সিটি মেয়র উল্লেখ করেন।

সিটি মেয়র গতকাল সোমবার সকালে কেসিসি পরিচালিত খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজ প্রাঙ্গণে আয়োজিত ২৫ মার্চ গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। জাতীয় গণহত্যা দিবস’১৯ পালন উপলক্ষে কলেজ কর্তৃপক্ষ এ আলোচনা সভার আয়োজন করে।

কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: তৌহিদুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শিক্ষক জি এম মকবুলুর রহমান, প্রদ্যুৎ কুমার ভট্ট প্রমুখ বক্তৃতা করেন। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীগণ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

পরে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক নগরীর আহসান উল্লাহ কলেজ প্রাঙ্গণে জাতীয় গণহত্যা দিবস পালন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন। কলেজ পরিচালনা পর্ষদের সদস্য এ্যাড. সাইফুল ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ, কলেজের শিক্ষক ও শিক্ষার্থীগণ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *