২০১৮-১৯ অর্থ বছরে মোংলা বন্দরের সর্বোচ্চ আয়কর প্রদান
দ: প্রতিবেদক
‘কর প্রদানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, নিশ্চিত হোক রূপকল্প বাস্তবায়ন’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় রাজস্ব বোর্ডের তত্ত¡াবধানে কর অঞ্চল-খুলনা এর আয়োজনে আয়কর মেলা ২০১৯ উপলক্ষ্যে রিয়ার এডমিরাল এম মোজাম্মেল হক, চেয়ারম্যান, মোংলা বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে আয়কর কমিশনার প্রশান্ত কুমার রায়, কর অঞ্চল-খুলনা এর নিকট উনত্রিশ কোটি আঠার লক্ষ তিরাশি হাজার টাকার একটি চেক প্রদান করেন। এ সময় মোংলা বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন ইয়াসমিন আফসানা, সদস্য (অর্থ), মোঃ সিদ্দিকুর রহমান, প্রধান অর্থ ও হিসাব রক্ষণ কর্মকর্তা ওহিউদ্দিন চৌধুরী, সচিব।
মোংলা বন্দর কর্তৃপক্ষ ২০১৮-২০১৯ অর্থ বছরে বন্দর প্রতিষ্ঠার পর থেকে এ বছর সর্বোচ্চ মুনাফা ১৩৩ কোটি ৬১ হাজার টাকা অর্জন করেছে যা গত ২০১৭-২০১৮ অর্থ বছরে মুনাফা ছিল ১০৯ কোটি টাকা। উক্ত মুনাফার উপর সরকার কর্তৃক আয়কর ৩৩ কোটি টাকা এর মধ্যে উনত্রিশ কোটি আঠার লক্ষ তিরাশি হাজার চেকের মাধ্যমে অবশিষ্ট টাকা উৎস কর হতে পরিশোধ করা হয়েছে, গত ২০১৭-২০১৮ আয়কর দেয়া হয়েছিল ২৭ কোটি ২৫ লক্ষ টাকা।
এছাড়াও ২০১৮-২০১৯ অর্থ বছরে মোংলা বন্দর কর্তৃপক্ষ বিভিন্ন ব্যক্তি/প্রতিষ্ঠান/বন্দর ব্যবহারকারীদের নিকট হতে প্রায় ৪৫০ কোটি টাকা আয়কর আদায় করে সরকারী খাতে জমা দিয়েছে, গত ২০১৭-২০১৮ দেয়া হয়েছিল প্রায় ৪০০ কোটি টাকা।