১ লাখ ২০ হাজার টাকার স্টেক !
অনলাইন প্রতিবেদক
আমরা সবাই হয়তো নুসরেট গোকছের নাম শুনে থেকেছি, যদি এই নামে কেউ তাকে চিনতে না পারেন তবে তার আরেকটি নাম বলে দেই সেটি হলো “সল্ট বে”। তিনি একজন টার্কিশ শেফ এবং রেস্টুরেন্টের মালিক যে বিখ্যাত হয়েছে তার ভিন্নধর্মী স্টেকের উপরে সিজনিং করার ফলে এবং তাকে বিখ্যাত করার পেছনে সব থেকে বড় অবদান হলো ইন্টারনেটবাসীর।
আবারও সবার আলোচনায় নতুন করে আসতে শুরু করেছেন সে। এবার তার রেস্টুরেন্ট নিয়ে এলো পাক্কা ২৪ ক্যারেটের এডিবেল সোনা দিয়ে মোড়ানো স্টেক।
বেশ কয়েক সপ্তাহ ধরে এই ইনস্টাগ্রাম সেনসেশন বেশ আলোচনায় এসেছে তার স্টেকের মাধ্যমে এবং দেখা যায় তারস্টেক খেতে ভিড় করেছে অনেক নামিদামি ফুটবল এবং মিউজিক তারকারা। খাবারের দামও কিন্তু কম নয়, পাক্কা ১৫০০ ডলার বা ১,২৩,০০০ বাংলা টাকা। নিচে ইনস্টাগ্রামের লিঙ্কে ডিজে খালেদের এই স্টেক কাটার একটি ভিডিও দেওয়া হলো