October 4, 2024
আঞ্চলিক

১৮নং ওয়ার্ড উন্নয়ন কমিটির শোক

খবর বিজ্ঞপ্তি

১৮নং ওয়ার্ড সমাজ উন্নয়ন কমিটির সহ-সভাপতি শেখ আব্দুল হান্নানের পিতা ও সাংবাদিক আব্দুল খালেক আজীজি’র শ্বশুর মোঃ মুছা শেখ (১০৭) গতকাল সন্ধ্যা ৭টায় সোনাডাঙ্গাস্থ দারুল আমান মহল্লায় হাজী তমিজউদ্দিন সড়কের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহে ….. রাজিউন)। মৃত্যুকালে তিনি ছেলে, মেয়ে, পুত্রবধূ, জামাতা, নাতি-নাতনি, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর জানাজার নামাজ আজ জুম্মাবাদ এম এ বারী সড়কস্থ আলীর ক্লাব মোড়ে অনুষ্ঠিত হয়।

জানাজায় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ১৮নং ওয়ার্ড কাউন্সিল মোঃ হাফিজুর রহমান মনি, সংগঠনের সভাপতি এস এম দেলোয়ার হোসেন, ১৮নং ওয়ার্ড আ’লীগের সভাপতি শেখ জাহিদুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ একরামুল হক হেলাল, ১৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শেখ আব্দুল আলীম, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ কবির হোসেন, আওয়ামী লীগ নেতা শেখ মোসলেম উদ্দিন হাওলাদার, আলহাজ্ব এ এম ফরাদ হোসেন, আলহাজ্ব মাওলানা আব্দুল কুদ্দুস, শেখ শওকত হোসেন, আলহাজ্ব মোঃ কবির হোসেন, অবঃ সেনা নায়ক মোঃ বিল্লাল হোসেন, শেখ মোঃ বোরহান উদ্দিন, শেখ গিয়াস উদ্দিন, গোলাম কিবরিয়া ডাকু, মোঃ ফয়সাল শেখ, মোঃ ইমরান হোসেন ইমুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। জানাজায় ইমামতি করেন দারুস সালাম জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ সাইফুল ইসলাম। জানাজা শেষে বসুপাড়া কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *