April 20, 2024
খেলাধুলা

১৭ ছক্কায় বিশ্ব রেকর্ড মরগানের

 

 

 

 

ক্রীড়া ডেস্ক

ক্রিজে যাওয়ার খানিক পর ফ্রি-হিটে ছক্কা হাঁকিয়ে ডানা মেলেন ওয়েন মরগান। এরপর কেবল নানা দিকে ওড়াতেই থাকলেন আফগান বোলারদের। খুনে ব্যাটিংয়ে ইংলিশ অধিনায়ক গড়লেন ওয়ানডেতে এক ইনিংসে কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ছক্কার রেকর্ড। ভাঙল ইনিংসে দলীয় ছক্কার রেকর্ডও।

রোহিত শর্মা, এবি ডি ভিলিয়ার্স ও ক্রিস গেইলের ১৬ ছক্কা ছাড়িয়ে থামলেন মরগান। ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে মঙ্গলবার ৭১ বলে ১৪৮ রান করার পথে ১৭ ছক্কায় উঠলেন নতুন উচ্চতায়। ১২ ছক্কায় ইংল্যান্ডের হয়ে ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড ছিল জস বাটলারের।

২০১৩ সালের নভেম্বরে ব্যাঙ্গালোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০৯ রানের ইনিংস খেলার পথে ১৬টি ছক্কা মেরেছিলেন ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক রোহিত।

রোহিতের এই ছক্কার রেকর্ডে ডি ভিলিয়ার্স ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভাগ বসান। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৪৪ বলে ১৪৯ রান করার পথে ১৬টি ছক্কা মারেন ডি ভিলিয়ার্স। ইনিংসটি খেলার পথে তিনি গড়েছিলেন ওয়ানডে ক্রিকেটে দ্রুততম অর্ধশতক ও শতকের রেকর্ড।

গত আসরে জিম্বাবুয়ের বিপক্ষে ২১৫ রানের ইনিংস খেলার পথে ১৬ ছক্কা হাঁকান গেইল। বিশ্বকাপে সেটাই ছিল এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড।

ছক্কার উৎসবে মেতে ওঠা ইংল্যান্ড ভেঙেছে নিজেদেরই ওয়ানডেতে এক ইনিংসে সর্বোচ্চ দলীয় ছক্কার রেকর্ড। চলতি বছরেই ক্যারিবিয়ানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪১৮ রান করার পথে ২৪ ছক্কা হাঁকিয়েছিল তারা। আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটে ৩৯৭ রান করার পথে হলো ২৫ ছক্কা।

৯ বলের ৩১ রানের ইনিংসে চারটি ছক্কা হাঁকিয়েছেন মইন আলি। তিন ছক্কা এসেছে জনি বেয়ারস্টোর ব্যাট থেকে। একটি ছক্কা হাঁকিয়েছেন জো রুট। বিশ্বকাপে এক ইনিংস সর্বোচ্চ দলীয় ছক্কার রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজের। গত আসরে জিম্বাবুয়ের বিপক্ষে ২ উইকেটে ৩৭২ রান করার পথে ১৯ ছক্কা হাঁকিয়েছিল তারা।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *