March 18, 2025
আঞ্চলিক

১৫ এপ্রিল পর্যন্ত খুলনায় পত্রিকা বিলি বন্ধ রাখার সিদ্ধান্ত হকার্স ইউনিয়নের

ফুলবাড়ীগেট প্রতিনিধি

আজ রবিবার থেকে ১৫ এপ্রিল বুধবার পর্যন্ত খুলনায় পত্রিকা বিলি বন্টন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে খুলনা জেলা সংবাদ পত্র হকার্স ইউনিয়ন। ইউনিয়নের সভাপতি সরদার আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম তালুকদার সাক্ষরিত এক পত্রে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

ঐ পত্রে বলা হয়, প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রভাব বিস্তার করায়  সংবাদ পত্র বন্টনকারীরা জিবনের নিরাপত্তায় এবং সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় পত্রিকা বিলি করতে গিয়ে অনেকটা আতংকিত। অনেক পাঠকও পত্রিকা নিয়ে তাদের বাড়িতে এবং অনেক অফিসে ঢুকতে দিচ্ছে না। সার্বিক দিক বিবেচনা করে হকার্স ইউনিয়নের পক্ষ থেকে ১২ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত ৪র্থ দফায় পত্রিকা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। পূর্বেও ৩ দফা পত্রিকা বিলি বন্ধ রাখা হয়  ২৭ থেকে ৩১ মার্চ এবং ১ থেকে ৪এপ্রিল ও ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত । পরবর্তী সিদ্ধান্ত না নেয়া পর্যন্ত খুলনায় সকল পত্রিকা বিলি বন্ধ থাকবে এবং খুলনা জেলা সংবাদ পত্র হকার্স ইউনিয়নের সকল সদস্যকে সতর্কভাবে নিজ নিজ গৃহে অবস্থান করতে বলা হলো।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *