December 7, 2024
আঞ্চলিক

১৪ দলভুক্ত বাম ও গণতান্ত্রিক দলসমূহের সভা

খবর বিজ্ঞপ্ত
গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলা কার্যালয়ে খুলনা ১৪ দলীয় জোটের বাম ও গণতান্ত্রিক দলসমূহের এক সভা জাতীয় পার্টি জেপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শরীফ শফিকুল হামিদ চন্দনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভাটি সঞ্চালনা করেন ওয়ার্কার্স পার্টির জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য শেখ মফিদুল ইসলাম। সভার শুরুতে ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক কমরেড বিমল বিশ্বাসের একমাত্র পুত্র সৃজন বিশ্বাসের অকাল মৃত্যুতে গভীর শোক প্রস্তাব গ্রহণ করা হয়।
সভায় বক্তৃতা করেন বাংলাদেশ জাসদ খুলনা মহানগর সভাপতি রফিকুল হক খোকন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিদ হোসেন, মহানগর সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মণ্টু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি খুলনা জেলা সম্পাদকমন্ডলীর সদস্য দেলোয়ার উদ্দিন দিলু, ন্যাপ জেলা সাধারণ সম্পাদক তপন কুমার রায়, সহ-সম্পাদক শামীম আহসান, গণতন্ত্রী পার্টির জেলা সাধারণ সম্পাদক সোলেমান হাওলাদার, জাকের কর্মী গ্রুপের জেলা নেতা গোলাম নবী মাসুম প্রমুখ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *