December 7, 2024
আঞ্চলিক

হাফিজুর রহমান ভূইয়ার স্মরণসভা আজ

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, পলিটব্যুরোর সাবেক সদস্য ও খুলনা জেলা পার্টির সভাপতি কিংবদন্তী শ্রমিকনেতা মার্কসবাদী বর্ষীয়ান রাজনীতিক কমরেড হাফিজুর রহমান ভূইয়ার ২য় মৃত্যুবার্ষিকীতে আজ মঙ্গলবার বেলা ৩টায় ফুলতলা উপজেলা স্বাধীনতা চত্বরে স্মরণসভা অনুষ্ঠিত হবে। স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা কমরেড ফজলে হোসেন বাদশাÑএমপি। বিশেষ অতিথি থাকবেন পার্টির পলিটব্যুরোর সদস্য কমরেড প্রফেসর ড. সুশান্ত দাস, জাতীয় শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি কমরেড কামরুল আহসান, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য কমরেড এ্যাড. মোস্তফা লুৎফুল্লাহÑএমপি। বিশেষ বক্তা থাকবেন ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক কমরেড এ্যাড. মিনা মিজানুর রহমান।

স্মরণসভায় সভাপতিত্ব করবেন পার্টির খুলনা জেলার ভারপ্রাপ্ত সভাপতি কমরেড সেখ সাহিদুর রহমান। এদিন সকাল সাড়ে ৭টায় প্রয়াত হাফিজুর রহমান ভূইয়ার কবরস্থানে গভীর শ্রদ্ধার সাথে পুষ্পমাল্য অর্পণ করা হবে। প্রয়াত কমরেড হাফিজুর রহমান ভূইয়া জাতীয় শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ও পাট-সুতা বস্ত্রকল সংগ্রাম পরিষদের যুগ্ম আহŸায়ক ছিলেন। তিনি ২০১৭ সালে ৭৩ বছর বয়সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। এর পূর্বে তাঁকে অসুস্থজনিত কারণে দিল্লীর বি এল কে হাসপাতালে একটানা ৩১ দিন লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। স্মরণসভা সফল করতে পার্টির খুলনা জেলা কমিটি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *