স্বপ্নপূরণ টিমের সহায়তায় শিক্ষা জীবন ফিরে পেলো সাব্বির
খানজাহান আলী থানা প্রতিনিধি
হতদরিদ্র, অসহায়, ঝরে পড়া শিশুদের শিক্ষা সহায়তায় এগিয়ে আসা সম্পুন্ন ব্যতিক্রমী সেবামূলক সংগঠন শিক্ষা সহায়ক স্বপ্নপূরণ টিম সংগঠনের আত্মপ্রকাশ। শুরুতে সংগঠনটি প্রতিবন্ধি জাহাঙ্গীর আলমের পুত্র জামেয়া ইসলামিয়া ফোরকানিয়া মাদ্রাসায় অর্থ অভাবে লেখাপড়া বন্ধ হয়ে যাওয়া দ্বিতীয় শ্রেনীর ছাত্র মোঃ সাব্বিরকে মাদ্রসার বোর্ডিং এবং বেতনের সমুদয় টাকা পরিশোধ করে নতুন করে ভর্তির সুযোগ করে দিয়েছে।
গতকাল বুধবার দুপুরে শিক্ষা সহায়ক স্বপ্নপুরন টিম সংগঠনের নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে হতদরিদ্র ছাত্রের পরিবারের কাছে এ সাহায্যর অর্থ তুলে দেন। এ সময় কুয়েটের প্রফেসর ড. ইঞ্জিঃ মোঃ রাফিজুল ইসলাম, কুয়েট বঙ্গবন্ধু কর্মচারী পরিষদের সভাপতি সোনালী বিনতে শরীফ, মিজানুর রহমান, নকিব আহম্মেদ, মোঃ শফিউদ্দিন শফি, শাহনাজ বেগমসহ সংগঠনের সদস্যগণ উপস্থিত ছিলেন।