সৌম্যর বিয়েতে মোবাইল চুরি নিয়ে হট্টগোল, আটক ২
খুলনায় জাতীয় ক্রিকেট দলের ব্যাটসম্যান সৌম্য সরকারের বিয়ের অনুষ্ঠান থেকে মোবাইল ফোন চুরি ঘটনায় হট্টগোল হওয়ার পর পুলিশ পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করেছে।
খুলনা ক্লাবে বুধবার রাত সাড়ে ১০টার দিকে বরযাত্রীদের সাতটি মোবাইল ফোন চুরির এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে।
এদিকে ক্লাবের কয়েকজন কর্মচারী বরযাত্রীদের ওপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছেন সৌম্যর মামা স্বদেশ কুমার সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “প্রচণ্ড ভিড়ে ভেতরে ঢোকার সময় প্রথমে বরযাত্রী দ্বীনবন্ধু মিত্রের মোবাইল চুরি হয়। এরপর সৌম্যর বাবা, বন্ধু অলীসহ কয়েকজনের মোবাইল চুরি হয়। মোট সাতটি মোবাইল চুরি হয়।
“সৌম্যর মেজো ভাই প্রণব কুমার সরকার ক্লাবের কর্মচারীদের ঘটনা জানান। কয়েকজন কর্মচারী চোরের পক্ষ নিয়ে রূঢ় আচরণ করেন। বরযাত্রীদের ওপর হামলা চালান। এতে কয়েকজন আহত হন।”
তবে কাউকে হাসপাতালে ভর্তি করা হয়নি বলে তিনি জানান।
প্রায় আধা ঘণ্টা ধরে হট্টগোল চলার সময় বিয়ের আনুষ্ঠানিকতা থমকে থাকে।
এ বিষয়ে ক্লাবের সভাপতি হামিদ অজগর বলেন, “এর জন্য আমরা দারুণভাবে লজ্জিত। যারা ধরা পড়েছেন তারা বাইরের। আমরাই পুলিশকে ঘটনা জানাই। আমরাও তদন্ত করে দেখছি কিভাবে চোররা ভেতরে ঢুকল।”
ঘটনার সময় তিনি সেখানে ছিলেন জানিয়ে বলেন, “কর্মচারীরা কারও ওপর হামলা করেননি। ক্লাবের ইতিহাসে কখনও এমন কোনো ঘটনা ঘটেনি।”
পুলিশও হামলা বা মারধরের কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেছে।
সদর থানার ওসি আসলাম বাহার বুলবুল বলেন, “বিয়ের অনুষ্ঠানে হামলা বা মারধরের কোনো ঘটনা ঘটেনি। একটু হট্টগোল হয়েছে।
“মোবইল ফোন চুরির খবর পেয়ে পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়। দুইজনকে আটকের পর তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। বাকি দুইটা উদ্ধারের চেষ্টা চলছে।”