April 20, 2024
আন্তর্জাতিক

সৌদির কাছে অস্ত্র বিক্রি বন্ধের বিষয়ে ভোটাভুটি হবে মার্কিন সিনেটে

সৌদি আরব ও অন্যান্য আরব মিত্র দেশগুলোর কাছে ৮.১ বিলিয়ন ডলার মূল্যের অস্ত্র বিক্রি বন্ধের বিষয়ে বৃহস্পতিবার মার্কিন সিনেটে ভোটাভুটি হবে। এদিকে আইন প্রণেতারা রিয়াদের সামরিক শক্তি বৃদ্ধির কঠোর সমালোচনা করেন। খবর এএফপি’র।
সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির ডেমোক্র্যাট প্রধান রবার্ট মেনান্দেজ বলেন, সিনেটে নেতৃত্ব দেয়া রিপাবলিকান দলের নেতা মিচ ম্যাককনেল অস্ত্র বিক্রির বিষয়ে ভোট দেয়ার ব্যাপারে সম্মত হয়েছেন। এসব অস্ত্র বিক্রির ব্যাপারে সমালোচকরা বলেন, এসব অস্ত্র ইয়েমেন যুদ্ধে ব্যবহার করা হবে এবং এতে সেখানের পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে।
মেনান্দেজ বুধবার রাতে সিনেটে বলেন, ‘এই প্রস্তাবকে সহযোগিতা করা দ্বিপক্ষীয় গ্রুপকে আমি ধন্যবাদ জানাতে চাই।’
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কংগ্রেসকে এড়িয়ে সৌদি আরব ও অন্যান্য আরব মিত্র দেশগুলোর কাছে অস্ত্র বিক্রির অনুমোদনে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। ট্রাম্প প্রশাসনের এমন পদক্ষেপের কারণে এসব অস্ত্র বিক্রি বিষয়ে সিনেটে এ ভোটাভুটি হতে যাচ্ছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *