সোনালী দিন প্রতিবন্ধী সংস্থা’র আলোচনা সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
সোনালী দিন প্রতিবন্ধী সংস্থা’র উদ্যোগে গতকাল মঙ্গলবার শেরে বাংলা রোডস্থ নাগরিক ফোরাম ২৫নং ওয়ার্ড কার্যালয়ে বিকেল ৪টায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে ‘প্রতিবন্ধীদের জন্য করণীয়’ শীর্ষক এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক মমতাজ বেগম বিজলী এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক ইসরাত আরা হীরা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক নার্গিস ফাতেমা জামিন। বিশেষ অতিথি ছিলেন কেএমপি ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) সোনালী সেন, কৃষক লীগের কেন্দ্রীয় নেতা শ্যামল সিংহ রায়, খুলনা নাগরিক সমাজের আহŸায়ক এড. আ ফ ম মহসীন, মহানগর বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি শেখ মফিদুল ইসলাম, বাংলাদেশ মানবাধিকার সংস্থার সমন্বয়কারী এড. মোমিনুল ইসলাম, নাগরিক ফোরামের মহাসচিব প্রদ্যুৎ রুদ্র চৈতী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগকরিক ফোরামের যুগ্ম মহাসচিব মিনা আজিজুর রহমান, নারী নেত্রী সাজেদা ইসলাম, সুতপা বেদজ্ঞ, সিলভী হারুন, এড. মোমিনুল ইসলাম, বৃহত্তর আমরা খুলনাবাসীর সহ-সভাপতি ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, জেলা ন্যাপ সাধারণ সম্পাদক তপন কুমার রায়, জেপি’র কেন্দ্রীয় নেতা ডাঃ এন এম আলম সিদ্দিকী, নান্দিক পরিচালক জেসমিন জামান, নূরুন নাহার হীরা, বাংলাদেশ মানবাধিকার কমিশনের নির্বাহী সভাপতি শিরিনা পারভীন, গেøাবাল খুলনার আহŸায়ক শাহ মামুনুুর রহমান তুহিন, মাসাস-এর শেখ তোবারেক হোসেন তপু।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑসাংবাদিক মহেন্দ্র নাথ সেন, সোহাগ দিয়ন, মোঃ সোহরাব হোসেন, সেফ-এর আসাদ মিরন, জিয়াউর রহমান স্বাধীন, ছায়াবৃক্ষের মাহবুব আলম বাদশা, আব্দুল সালাম শিমুল, শেখ আব্দুল হালিম, শেখ মোঃ শাকিল, মোঃ ছদরুল আমিন, মোঃ নজির আহমেদ, মোঃ রাশেদুজ্জামান, রাজু বিন রশীদ, মিঠু বিশ্বাস, মোঃ সাবির খান, মাফরুদা খাতুন, কৃষ্ণা দাস, মঈনুল ইসলাম কিরণ, প্রীতিলতা, গাজী মোঃ সাদমান, নাসির জবেদ, আকবর হোসেন, বাহালুল আলম, মোঃ আলিম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, প্রতিবন্ধীরা আমাদের সমাজেরই অংশ। তারা আমাদের কারো সন্তান, ভাই-বোন, আত্মীয়-স্বজন। সমাজের প্রতিটি ক্ষেত্রে তাদের মুক্ত চলাচল ও স্বাভাবিক বেড়ে ওঠা, মর্যাদাপূর্ণ বসাবাসের নিশ্চিত করতে সহায়তা প্রদান করা উচিৎ। সভা শেষে প্রতিবন্ধীদের মাঝে কম্বল ও শুকনা খাবার প্রদান করা হয়।