সোনালী জুট মিল্স উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
নগরীর ফুলবাড়ীগেটস্থ সোনালী জুট মিলস্ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল শনিবার বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক সহ- সভাপতি বেগ লিয়াকত আলী। বিশেষ অতিথি ছিলেন মহানগর আ’লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক শেখ ইউনুস আলী, কেসিসি ২নং ওয়ার্ড আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি আলহাজ্ব মোঃ শাহাবুদ্দিন আহম্মেদ ও সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মুকুল, মোস্তাফিজুর রহমান মানিক, কামরুল ইসলাম, লিয়াকত মুন্সিসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।