July 20, 2024
আঞ্চলিক

সৈয়দ জাহিদের মাতা ও ড. ফরিদের পিতার মৃত্যুতে নগর বিএনপির শোক

 

 

খবর বিজ্ঞপ্তি

বিশিষ্ট ব্যবসায়ী, বিসিবি’র সাবেক পরিচালক ও মোহামেডান স্পোটিং ক্লাবের সভাপতি সৈয়দ জাহিদ হোসেনের মাতা মিসেস তৈয়েমুন্নেছা এবং বাগেরহাট জেলা বিএনপির সহ সভাপতি লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের পিতা আলহাজ আব্দুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ, তাদের রুহের মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ।

সৈয়দ জাহিদ হোসেনের মাতা সোমবার দুপুর দেড়টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় টাউন জামে মসজিদে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, কেসিসির সাবেক মেয়র মনিরুজ্জামান মনিসহ বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। অপরদিকে ড. ফরিদুল ইসলামের পিতা আব্দুর রহমান মঙ্গলবার ভোর রাতে রামপালে নিজ বাসভবনে ইন্তেকাল করেন।

বিবৃতিদাতারা হলেন, বিএনপির চেয়ারপাসনের উপদেষ্টা এম নুরুল ইসলাম দাদু ভাই, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, কাজী সেকেন্দার আলী ডালিম, সৈয়দা নার্গিস আলী, মীর কায়সেদ আলী, শেখ মোশারফ হোসেন, জাফরউল্লাহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, ফখরুল আলম, এ্যাড. ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু, ইকবাল হোসেন খোকন প্রমুখ।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *