সৈয়দ আশরাফের জানাজায় অংশ নেবেন রাষ্ট্রপতি
দক্ষিণাঞ্চল ডেস্ক
সদ্যপ্রয়াত আওয়ামী লীগের সভাপতিমমণ্ডলীর সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের নামাজে জানাজায় অংশ নেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গতকাল শনিবার রাষ্ট্রপতির কার্যালয়ের প্রেস অনুবিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ রোববার সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদের দক্ষিন প্লাজায় অনুষ্ঠিতব্য আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং প্রেসিডিয়াম সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের জানাজায় অংশগ্রহণ করবেন।