সেনাবাহিনীর ক্ষমতা কমানোর সু চির চেষ্টা ঠেকাল পার্লামেন্ট
মিয়ানমারের রাজনীতিতে সামরিক বাহিনীর ভূমিকা কমাতে ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) নেত্রী অং সান সু চির চেষ্টা আটকে দিয়েছে পার্লামেন্ট।
মঙ্গলবার এনএলডি সমর্থিত সাংবিধানিক সংশোধনীর কয়েকটি প্রস্তাব নিয়ে পার্লামেন্টে ভোট হয়েছে। ভোটে এ সংশোধনীগুলো প্রত্যাখ্যাত হয়েছে। এনএলডি অনেকদিন ধরেই ২০০৮ সালের সামরিক জান্তা রচিত সংবিধান সংশোধনের চেষ্টা করে আসছে।
ভোটে সংশোধনীগুলো পাস হলে এর আওতায় ১৫ বছরের মধ্যে সামরিক বাহিনীর এমপিদের সংখ্যা ধীরে ধীরে কমত এবং যে ধারায় প্রতিরক্ষা খাতে ‘কমান্ডার ইন চীফ’কে সব সশস্ত্র বাহিনীর ‘সুপ্রিম কমান্ডার’ বলা হয় সে ধারার বিলুপ্তি ঘটত।
সংবিধানে পার্লামেন্টের সামরিক সদস্যদের জন্য বিচারবিভাগে এক চতুর্থাংশ আসনের নিশ্চয়তা দেওয়া আছে। ওই সংবিধানে কোনো পরিবর্তন আনতে গেলে দুইতৃতীয়াংশের বেশি আইনপ্রণেতার অনুমোদন লাগবে।
এ ব্যাপারে সু চির দল এনএলডি’র মুখপাত্রকে ফোন করে কোনো মন্তব্য পাওয়া যায়নি এবং সরকারের মুখপাত্রও প্রশ্নের কোনো জবাব দেননি।