October 7, 2024
আঞ্চলিক

সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির পথ সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

সুন্দরবন রক্ষায় ৭ দফা সুপারিশ বাস্তবায়ন ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবিতে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি, খুলনা জেলা শাখার পক্ষ থেকে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার বিকেল ৪:৩০টায় রূপসা ফেরীঘাট চত্বরে এক পথসভা অনুষ্ঠিত হয়।

সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি, খুলনা জেলা শাখার আহŸায়ক এস এম শাহনওয়াজ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি, জেলা শাখার সদস্য সচিব এড. মোঃ বাবুল হাওলাদার, সিডিপি’র বিভাগীয় সমন্বয়কারী এস এম ইকবাল হোসেন বিপ্লব, আইন ও অধিকার বাস্তবায়ন ফোরামের বিভাগীয় সভাপতি এস এম দেলোয়ার হোসেন, এড. নাসরীন আক্তার মিতা, খুলনা উন্নয়ন আন্দোলনের চেয়ারম্যান শেখ মোঃ নাসির উদ্দিন, সিপিবি’র মহানগর কমিটির সদস্য নিতাই পাল, যুব ইউনিয়নের জেলা সভাপতি এড. নিত্যানন্দ ঢালী, সংগঠনের সদস্য এম এ সবুর রানা, এম মোস্তফা কামাল, আনোয়ারা পারভীন আক্তার পরী, শিরিনা পারভীন, ফিরোজ আলী, সুজন মজুমদার, শাহজাহান মুরাদ, আব্দুল গনি, মোঃ শাহজাহান শিকদার প্রমুখ। পথসভা শেষে নেতৃবৃন্দ উক্ত এলাকায় সংগঠনের ৭ দফা সুপারিশ সম্বলিত প্রচারপত্র বিলি করেন।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *