December 9, 2024
আঞ্চলিক

সুন্দরবন থেকে ২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার

দ: প্রতিবেদক
পূর্ব সুন্দরবন অংশে বাগেরহাট জেলার মোংলার চরের খাল এলাকা থেকে ২টি আগ্নেয়াস্ত্র (একনলা দেশি বন্দুক) উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড। গতকাল শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড পশ্চিম জোনের আওতাধীন সিজি স্টেশন অভিযান চালিয়ে এই আগ্নেয়াস্ত্র উদ্ধার করে।
কোস্টগার্ডের গোয়েন্দা কর্মকর্তা লে. আবদুল্লাহ আল মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের সদস্যরা অভিযান চালিয়ে ওই স্থান থেকে ২টি আগ্নেয়াস্ত্র (একনলা দেশি বন্দুক) উদ্ধার করেছে। উদ্ধার আগ্নেয়াস্ত্র মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের এলাকাসমূহে আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার পাশাপাশি সুন্দরবনে জলদস্যুতা, বনদস্যুতা ও ডাকাতি দমনে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *