সুন্দরবন কোবাদক স্টেশনের অভিযানে কাঠ উদ্ধার
কয়রা প্রতিনিধি
সুন্দরবন পশ্চিশ বন বিভাগের কোবাদক স্টেশনের স্টাফরা সপ্তাহ ব্যাপী অভিযানে চালিয়ে কাঠ উদ্ধারের পাশাপাশি নিষিদ্ধ কাঁকড়া আটক করেছে।
জানা গেছে কোবাদক স্টেশন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে সপ্তাহ ব্যাপী অভিযান চালিয়ে পারশ্বেমারী এলাকা থেকে জালানী কাঠ উদ্ধার করেছে।
এছাড়া আড়পাঙ্গাশিয়া নদী থেকে কাঁকড়াসহ ১টি ডিঙ্গি নৌকা আটক করে। পরবর্তীতে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে কাঁকড়াগুলো কপোতাক্ষ নদে অবমুক্ত করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন কোবাদক স্টেশনর সহযোগি স্টেশন কর্মকর্তা কেএম আব্দুস সুলতান, স্টাফ দেলোয়ার হোসেন, রবিউল ইসলাম, হাবিবুর রহমান ও আমিনুল ইসলাম। আটককৃত কাঠের ব্যাপারে বন আইনে ব্যাবস্থা গ্রহন করা হয়েছে।